Friday 16 August 2019

আরাফার দিন রোজা রাখুন


·
যুগশ্রেষ্ঠ ফাক্বীহ, আশ-শাইখ, আল-‘আল্লামাহ, ইমাম সালিহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) [জন্ম: ১৩৫৪ হি./১৯৩৫ খ্রি.] বলেছেন—
“আরাফার দিন রোজা রাখা মুস্তাহাব (পছন্দনীয় আমল)। যেহেতু নাবী ﷺ বলেছেন, صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَه “আর আরাফাহ দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহ’র কাছে আশা রাখি যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের কাফফারাহ (প্রায়শ্চিত) হয়ে যাবে।” (সাহীহ মুসলিম, হা/১১৬২; রোজা অধ্যায়; পরিচ্ছেদ- ৩৬)
কিন্তু আরাফা রোজা তাদের জন্য মুস্তাহাব, যারা হাজি নয়। পক্ষান্তরে আরাফার মাঠে অবস্থানকারী হাজির জন্য এই দিনে রোজা রাখা মুস্তাহাব নয়। বরং সে নাবী ﷺ এর অনুসরণ করে এই দিন রোজা রাখা থেকে বিরত থাকবে। যেহেতু রাসূল ﷺ রোজা না রেখে আরাফার মাঠে অবস্থান করেছেন।”
·
তথ্যসূত্র:
ইমাম সালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ), শারহু যাদিল মুস্তাক্বনি‘; খণ্ড: ২; পৃষ্ঠা: ৩৯৮; দারুল ‘আসিমাহ, রিয়াদ কর্তৃক প্রকাশিত; সন: ১৪২৪ হি./২০০৪ খ্রি. (১ম প্রকাশ)।
·
অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...