Friday 16 August 2019

নেককার নারী হওয়ার জন্য যা শর্ত, আর যা শর্ত নয়


·
মক্কাস্থ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য, আশ-শাইখ, আল-‘আল্লামাহ, আল-ফাক্বীহ, ড. মুহাম্মাদ বিন ‘উমার সালিম বাযমূল (হাফিযাহুল্লাহ) বলেছেন—
ﺍﻟﻤﺮﺃﺓ ﺍﻟﺼﺎﻟﺤﺔ ﺍﻟﺴﻠﻔﻴﺔ : ﻟﻴﺲ ﺷﺮﻃًﺎ ﻓﻴﻬﺎ ﺃﻥ ﺗﻌﺮﻑ ﺍﻟﺠﻤﺎﻋﺎﺕ ﻭﺍﻷﺣﺰﺍﺏ، ﻭﻻ ﻳﺸﺘﺮﻁ ﻓﻴﻬﺎ ﺃﻥ ﺗﻜﺮﺭ ﻛﻼﻡ ﻋﻠﻤﺎﺀ ﺍﻟﺴﻠﻒ ﻭﻋﺒﺎﺭﺍﺗﻬﻢ، ﻭﻻ ﻳﻠﺰﻡ ﺃﻥ ﺗﻌﺮﻑ ﺟﺮﺡ ﻓﻼﻥ ﻭﻓﻼﻥ. ﻭﻻ ﻳﺸﺘﺮﻁ ﻓﻴﻬﺎ ﺃﻥ ﺗﻌﺮﻑ ﺍﻟﻤﺸﺎﻳﺦ ﺍﻟﺴﻠﻔﻴﻴﻦ، ﻭﻻ ﻳﺸﺘﺮﻁ ﺃﻥ ﺗﻌﻠﻢ ﻣﺎ ﻳﺪﻭﺭ ﻋﻠﻰ ﺍﻟﺴﺎﺣﺔ، ﻭﻻ ﻳﺸﺘﺮﻁ ﺃﻥ ﺗﺼﻮﻡ ﺍﻷﻳﺎﻡ ﺍﻟﺒﻴﺾ ﻭﻛﻞ ﺍﺛﻨﻴﻦ ﻭﺧﻤﻴﺲ،
ﻭﻻ ﺃﻥ ﺗﻘﻮﻡ ﺍﻟﻠﻴﻞ ﻳﻮﻣﻴﺎً. ﻳﻜﻔﻲ ﺃﻥ ﺗﻜﻮﻥ ﻣﺤﺎﻓﻈﺔ ﻋﻠﻰ ﺍﻟﺼﻠﻮﺍﺕ ﺍﻟﺨﻤﺲ، ﻭﺻﻴﺎﻡ ﺭﻣﻀﺎﻥ، ﻭﺃﻥ ﺗﺤﻔﻆ ﻧﻔﺴﻬﺎ ﻭﺯﻭﺟﻬﺎ، ﻭﺗﻌﺘﻨﻲ ﺑﺒﻴﺘﻬﺎ ﻭﺑﻮﻟﺪﻫﺎ.
ﻭﺃﻥ ﻳﻜﻮﻥ ﺑﻴﺘﻬﺎ ﻣﻤﻠﻜﺘﻬﺎ، ﻭﺯﻭﺟﻬﺎ ﺃﻣﻴﺮﻫﺎ، ﻭﺃﻭﻻﺩﻫﺎ ﺭﻋﻴﺘﻬﺎ. ﻟﻢ ﻳﺬﻛﺮ ﺍﻟﺮﺳﻮﻝ—ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ—ﺇﻻ ﺃﻥ ﺗﻜﻮﻥ : ﺣﻨﻮﻧﺔ ﻋﻠﻰ ﻭﻟﺪﻫﺎ، ﺗﺤﻔﻆ ﺯﻭﺟﻬﺎ ﻓﻲ ﺫﺍﺗﻪ ﻭﻣﺎﻟﻪ، ﻣﻊ ﻗﻴﺎﻣﻬﺎ ﺑﺤﻖ ﺭﺑﻬﺎ. ﺍﻟﻤﺒﺎﻟﻐﺔ ﺗﻨﻄﻊ ﻭﺗﺠﺎﻭﺯ ﻟﻠﺤﺪ، ﻣﺎﺫﺍ ﺗﺮﻳﺪﻭﻥ ﻣﻦ ﺑﻨﺎﺕ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﺃﻥ ﻳﻜﻦ؟!
“একজন নেককার সালাফী রমনীর জন্য বিভিন্ন দল ও জামা‘আত সম্পর্কে জানা শর্ত নয়। তার জন্য ‘উলামায়ে সালাফের বক্তব্য ও কথা বারবার আওড়ানো শর্ত নয়। তার জন্য অমুক ও অমুকের জারাহ সম্পর্কে জানা জরুরি নয়। তার জন্য সালাফী শাইখদের সম্পর্কে জানা শর্ত নয়। তার জন্য বিশ্বের চলমান পরিস্থিতি সম্পর্কে জানা শর্ত নয়। তার জন্য প্রত্যেক মাসে আইয়্যামে বীদ্বের তিনদিন এবং প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রোজা থাকা শর্ত নয়। তার জন্য প্রত্যহ তাহাজ্জুদ পড়াও জরুরি নয়।
বরং তার জন্য কেবল এতটুকুই যথেষ্ট যে, সে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, রমজান মাসের রোজা করবে, নিজেকে ও নিজের স্বামীকে হেফাজত করবে এবং নিজের গৃহ ও সন্তানের পরিচর্যা করবে। তার বাড়িই তার রাজ্য। তার স্বামীই তার অভিভাবক, আর তার সন্তানসন্ততি তার পালিত ঝাঁক। রাসূল ﷺ কেবল এতটুকু বলেছেন যে, রমনী তার সন্তানের প্রতি মমতাময়ী হবে, স্বামীকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করবে, আর সাথে সাথে তার রবের হক আদায় করবে।
এসবের চেয়ে বেশি করতে যাওয়া হলো সীমালঙ্ঘন ও অতিরঞ্জন। সুতরাং তোমরা মুসলিম কন্যাদের থেকে তাদের কী হওয়ার আশা করছ?!”
·
তথ্যসূত্র:
·
অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...