Thursday 22 December 2016

আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক ব্যাখ্যা এবং অতিরঞ্জন নিরসনে তার প্রভাবঃ



[উক্ত সম্মেলনে কুয়েত, সউদী আরব, আরব আমীরশাহী, কাতার, সুডান, মিসর, জর্ডান, লেবানন, ইরাক, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নাইজেরিয়া, সেনেগাল, মালি, ইন্দোনেশিয়া, আফগানিস্থান সহ ২০টি দেশের বিশিষ্ট গবেষক, লেখক ও ইসলামী চিন্তাবিদ অংশগ্রহণ করেন]
সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্যে এবং প্রিয় নবী মুহাম্মাদ স্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক।
বিগত নভেম্বর ২০১৬ খৃষ্টাব্দে  “স্বেচ্ছাসেবক রাব্বানী গ্রুপ” এবং “রাফিদ রিসার্চ ও গবেষণা সংস্থা”র আহব্বানে বিভিন্ন দেশের আহলুস্ সুন্নাহ ওয়াল জামাআতের বরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতি এবং অংশগ্রহণে কুয়েতে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনের বিবরণী নিম্নে প্রদত্ত হলঃ
১- নবী (স্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), তাঁর সাথীগণ এবং জ্ঞানী ইমামগণ তন্মধ্যে ইমাম চতুষ্টয় যেই নীতি-নিয়মের উপর প্রতিষ্ঠিত ছিলেন সে সম্পর্কে উম্মতকে অবগত করা।
২- আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতির সুরক্ষা প্রদান এবং সে সম্পর্কে বিভ্রান্তকারী বাতিল পন্থী ও অজ্ঞদের বিকৃত ভুল অপব্যাখ্যার খন্ডন করা।
৩- এই পন্থা সম্পর্কে জ্ঞানার্জন এবং তা দৃঢ়রূপে ধারণ করাই হচ্ছে উম্মতের ঐক্য ও সঠিকতার একমাত্র পথ; কেননা এই উম্মতের পরবর্তী লোকদের সঠিকতা পূর্ববর্তী লোকদের পন্থার উপর নির্ভরশীল।
৪- উম্মাহর ঐক্যের সুন্দর নিয়ম হচ্ছে; আপসে সদুপদেশ প্রদান, সৎ কাজ ও তাকওয়ার ভিত্তিতে একে অপরের সাহায্য করা, সৎ কাজের উপদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা।

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...