Saturday 13 September 2014

কুরআন ও সুন্নাহ্‌র আলোকে বিতর নামায


বিতর নামাযের গুরুত্ব ও ফযীলতঃ
দৈনন্দিন জীবনে একজন মুসলমানের উপর ইসলামের দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ রুকন নামায শুধুমাত্র পাঁচ ওয়াক্তই ফরয; এর অতিরিক্ত নয়। এই পাঁচ ওয়াক্তে মোট ১৭ (সতের) রাকাত নামায ছাড়া আর যত নামায আদায় করার
হাদীছ পাওয়া যায় তা সবই নফলের অন্তর্ভূক্ত। ঐ সমস্ত নামাযের মধ্যে কোনটার চাইতে কোনটার গুরুত্ব বেশী হওয়ার কারণে উলামায়ে দ্বীন কোনটার নাম দিয়েছেন সুন্নাতে মুআক্কাদা, কোনটা সুন্নাতে যায়েদা এবং কোনটা সাধারণ নফল নামায।

কুরআন ও সুন্নাহ্‌র আলোকে বিতর নামায


বিতর নামাযের গুরুত্ব ও ফযীলতঃ
দৈনন্দিন জীবনে একজন মুসলমানের উপর ইসলামের দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ রুকন নামায শুধুমাত্র পাঁচ ওয়াক্তই ফরয; এর অতিরিক্ত নয়। এই পাঁচ ওয়াক্তে মোট ১৭ (সতের) রাকাত নামায ছাড়া আর যত নামায আদায় করার
হাদীছ পাওয়া যায় তা সবই নফলের অন্তর্ভূক্ত। ঐ সমস্ত নামাযের মধ্যে কোনটার চাইতে কোনটার গুরুত্ব বেশী হওয়ার কারণে উলামায়ে দ্বীন কোনটার নাম দিয়েছেন সুন্নাতে মুআক্কাদা, কোনটা সুন্নাতে যায়েদা এবং কোনটা সাধারণ নফল নামায।

কুরআন ও সুন্নাহ্‌র আলোকে রাতের সালাত





সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, আমরা তার প্রশংসা করি, তার নিকট সাহায্য চাই এবং তার নিকট ইস্তেগফার করি। আমরা আমাদের কু-প্রবৃত্তি ও বদ আমলের অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি যাকে হিদায়াত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর তিনি যাকে গোমরাহ করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, তিনি এক তার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তার ওপর, তার পরিবার ও সাহাবিদের ওপর এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করবে, তাদের সবার ওপর কিয়ামত পর্যন্ত দরূদ ও সালাম বর্ষণ করুন।

কুরআন ও সুন্নাহ্‌র আলোকে রাতের সালাত





সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, আমরা তার প্রশংসা করি, তার নিকট সাহায্য চাই এবং তার নিকট ইস্তেগফার করি। আমরা আমাদের কু-প্রবৃত্তি ও বদ আমলের অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি যাকে হিদায়াত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর তিনি যাকে গোমরাহ করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, তিনি এক তার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তার ওপর, তার পরিবার ও সাহাবিদের ওপর এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করবে, তাদের সবার ওপর কিয়ামত পর্যন্ত দরূদ ও সালাম বর্ষণ করুন।

কুরআন ও সুন্নাহ্‌র আলোকে রাতের সালাত





সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, আমরা তার প্রশংসা করি, তার নিকট সাহায্য চাই এবং তার নিকট ইস্তেগফার করি। আমরা আমাদের কু-প্রবৃত্তি ও বদ আমলের অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি যাকে হিদায়াত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর তিনি যাকে গোমরাহ করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, তিনি এক তার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তার ওপর, তার পরিবার ও সাহাবিদের ওপর এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করবে, তাদের সবার ওপর কিয়ামত পর্যন্ত দরূদ ও সালাম বর্ষণ করুন।

বই – সালাত সম্পাদনের পদ্ধতি – ফ্রী ডাউনলোড



রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

10462579_346841795473849_1704460947536628374_n
সহিহ ভাবে সালাত সম্পাদনের পদ্ধতি শেখার জন্য অনেক ভাল একটি বই। আপনি কুরআন এবং সহিহ হাদিস থেকে সব রেফারেন্স পাবেন বইটিতে।
বইয়ের নাম: নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছলাত (সালাত/নামাজ/নামায) সম্পাদনের পদ্ধতি
“তাকবীর থেকে সালাম পর্যন্ত এমনভাবে যেন আপনি দেখছেন।”
মূল: আল্লামা মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী (রহিমাহুল্লাহ)
অনুবাদ ও সম্পাদনা: আকরামুজ্জামান বিন আবদুস সালাম এবং আবূ রাশাদ আজমাল বিন আবদুন নূর।
প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স।

Download from MediaFire

(8.4MB)

কুরবানীর অতি গুরুত্বপৃর্ন ১৫টি তাতপর্য ও আহকাম

শুরু করছি মহান আল্লাহর নামে যানি পরম করুনাময়, অসীম দয়ালু।
islamicshebabd.com (2)
লেখকঃ আবদুল্লাহ শহীদ আব্দুর রহমান
কোরবানির দিন ও কোরবানির দিনের ফজিলত
(১) এ দিনের একটি নাম হল ইয়াওমুল হজ্জিল আকবর বা শ্রেষ্ঠ হজের দিন। যে দিনে হাজীগণ তাদের পশু জবেহ করে হজকে পূর্ণ করেন। হাদিসে এসেছে : ইবনে উমর রা. থেকে বর্ণিত যে,রাসূলুল্লাহ স. কোরবানির দিন জিজ্ঞেস করলেন এটা কোন দিন? সাহাবাগণ উত্তর দিলেন এটা ইয়াওমুন্নাহার বা কোরবানির দিন। রাসূলে কারীম স. বললেন : এটা হল ইয়াওমুল হজ্জিল আকবর বা শ্রেষ্ঠ হজের দিন। [১]

হিল্লা, তালাক ও ফতোয়া : যে কথাগুলো না বললেই নয়


শুরু করছি মহান আল্লাহর নামে যানি পরম করুনাময়, অসীম দয়ালু।
হিল্লা, তালাক ও ফতোয়া : যে কথাগুলো না বললেই নয়
লেখকঃ আলী হাসান তৈয়ব । সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
হিল্লা বিয়ে
‘হিল্লা’ শব্দটি সঠিক নয়। আরবীতে শব্দটি হলো ‘হীলাহ্’; অর্থাৎ কৌশল, ফন্দি, ছল, চাতুরী ইত্যাদি। পরিভাষায় হিল্লা বলা হয় : ‘কোনো স্বামীর তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে এ শর্তে বিয়ে করা যে, বিয়ের পর সহবাস শেষে স্ত্রীকে তালাক দেবে; যেন সে পূর্বের স্বামীর জন্য হালাল হয়। আর পূর্বস্বামী তাকে পুনরায় বিয়ে করতে পারে’। অনেক অজ্ঞ, মূর্খ ও ইসলামবিদ্বেষী লোক এই হিল্লা বিয়েকে ইসলামের একটি বিধান বলে চালিয়ে দিতে চায়। অথচ ইসলামের সঙ্গে এর দূরতম সম্পর্কও নেই। শরীয়তে হিল্লা বিয়ে বলে কিছু নেই। বিশুদ্ধ মতানুসারে এ বিয়ে বাতিল ও অশুদ্ধ, এর ফলে নারী তিন তালাকদাতা স্বামীর জন্য হালাল হয় না। হিল্লাকারী এবং হিল্লাপ্রার্থী উভয়কে হাদীসে অভিশম্পাত করা হয়েছে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,

হজ্ব আমাদেরকে তাওহীদের শিক্ষা দেয়


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
হজ্জ ও ওমরা
লেখকঃ আবদুল্লাহিল হাদী মু. ইউসুফ  সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
হজ্ব আমাদেরকে তাওহীদের শিক্ষা দেয়
হজ্ব ইসলামের রুকনসমূহের মধ্যে একটি রুকন। এই হজ্ব তাওহীদ তথা আল্লাহর একত্ববাদে ভরপূর একটি ইবাদত।
হজের নিয়তের সময় তাওহীদ:
একজন হাজী যখন হজ্বের নিয়ত করছে তখন সে বলছে, “হে আল্লাহ্ আপনার আহ্বানে সাড়া দিয়ে আমি উপস্থিত হলাম কোনো লৌকিকতা বা নামের জন্য নয়। (এই অর্থে হাদীসটি ইবনু মাজায় বর্ণিত হয়েছে)

Friday 12 September 2014

কুরবানী: গুরুত্ব ফযিলত ও আমল


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
লেখকঃহাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল  সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

কুরবানী: ফযিলত ও আমল
إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد
কুরবানী আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। কেননা বান্দাহ কুরবানীর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারে। কুরবান শব্দটি কুরবুন শব্দ থেকে উৎকলিত। অর্থাৎ নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা। যেহেতু আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম হল কুরবানী তাই এর নাম কুরবানীর ঈদ। এই দিনে ঈদ পালন করা হয়ে থাকে এজন্য একে কুরবানীর ঈদ বলে। এ ঈদের অপর নাম ঈদুল আদ্বহা। আরবি শব্দ আদ্বহা অর্থ কুরবানীর পশু, যেহেতু এই দিনে কুরবানীর পশু যবেহ করা হয়, তাই একে ঈদুল আদ্বহা বলা হয়।

হজ্জ সম্পর্কিত ভুল-ত্রুটি ও বিদ‘আত সমূহ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
লেখকঃ মুহাম্মাদ শরীফুল ইসলাম
ভূমিকা : হজ্জ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। যা সামর্থ্যবান সকল মুসলমানের উপর ফরয। এটা এমন একটি ইবাদত যা মুমিনকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছিয়ে দেয় এবং সমগ্র মুসলিম উম্মাহকে আল্লাহর স্বার্থে ঐক্যবদ্ধ ও শক্তিশালী মহাজাতিতে পরিণত হ’তে উদ্বুদ্ধ করে। আর যেকোন নেক আমল আল্লাহর নিকট কবুল হওয়ার অন্যতম শর্ত হ’ল আমলটি রাসূল (ছাঃ)-এর সুন্নাত অনুযায়ী সম্পন্ন হওয়া। অর্থাৎ বিদ‘আত মুক্ত হওয়া। দুঃখের বিষয় হ’ল বর্তমানে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ্জের উদ্দেশ্যে মক্কায় যায় এবং যাবতীয় কর্ম সম্পাদনের জন্য কঠোর পরিশ্রম করে থাকে। কিন্তু এক্ষেত্রে এমন সব ভুল-ত্রুটি ও বিদ‘আতে লিপ্ত হয়, যা তার এই কঠোর পরিশ্রমে অর্জিত নেক আমলকে আল্লাহর নিকটে কবুল হ’তে বাধা সৃষ্টি করে। তাই বিদ‘আত মুক্ত হজ্জ সম্পাদনের লক্ষ্যে নিম্নে এ সম্পর্কিত বিদ‘আত সমূহ উল্লেখ করা হ’ল।

*ফরয নামায না পড়ার শাস্তিঃ




নামায না পড়াকে যারা ছোটখাট বিষয় মনে করেন...

আল্লাহ কুরআনে বার বার জোর দিয়ে বলেছেনঃ
"যালিকা ইয়াওমুল হাক্কু" - এই দিন নিশ্চিতই আসবে!

যারা নামায পড়বেনা তাদের মাথা পাথর দিয়ে আঘাতকরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে...

*ফরয নামায না পড়ার শাস্তিঃ




নামায না পড়াকে যারা ছোটখাট বিষয় মনে করেন...

আল্লাহ কুরআনে বার বার জোর দিয়ে বলেছেনঃ
"যালিকা ইয়াওমুল হাক্কু" - এই দিন নিশ্চিতই আসবে!

যারা নামায পড়বেনা তাদের মাথা পাথর দিয়ে আঘাতকরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে...

পোশাক সংক্রান্ত ব্যপারে কিছু দিক নির্দেশনাঃ



নারী ও পুরুষ সকলের দৃষ্টি আকর্ষণ করছি...

পুরুষদের পোশাক সংক্রান্ত ব্যপারে কিছু দিক নির্দেশনাঃ

সুরা তাহরীমের শানে নূযুল




>>> কুরআনুল কারীম সম্পর্কে যে বেশি জানে সে তত বেশি জ্ঞানীঃ সুরা তাহরীমের শানে নূযুল

> রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুবারকময় জীবন থেকে নেওয়া কিছু অংশ।

৬৬ নাম্বার সুরা, সুরা আত-তাহরীমের শুরুর দিকে আয়াতগুলো যদি পড়েন – এই আয়াতগুলোর শানে নূযুল জানা না থাকলে অর্থ বোধগম্য হবেনা। এইখানে আসলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পবিত্র বিবিগণের সাথে দাম্পত্য জীবনের সাথে জড়িত দুইটি ঘটনা নিয়ে ওয়াহী করা হয়েছিলো। এর একটি ঘটনা সহীহ বুখারীর “তাফসির” অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এইভাবেঃ
সহিহ বুখারী, খন্ড ৬, অধ্যায় ৬০, হাদিস ৪৩৪।

শরীয়তঃ- তরীকতঃ - মারেফত- হাকিকতঃ




Collected from Shaykh Monoar Hossen

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামকে পূর্ণাঙ্গ বলেছেন। রাসুল সা.ইসলামকে ভাঙেননি। শরীয়াহকে অটুট রাখতে নির্দেশ দিয়েছেন। যত ভাল নিয়তই থাক ইসলামকে এভাবে ভাগ করা কতটুকু যৌক্তিক?

Thursday 11 September 2014

আবূ যর (রা:)-এর ইসলাম গ্রহণ


রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

ওয়েব সম্পাদনাঃ মোঃ মাহমুদ ইবনে গাফফার
Pics 1
আবু জামরাহ (রা :) হতে বর্ণিত। তিনি বলেন, আব্দুললাহ ইবনু আব্বাস (রা:) আমাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে আবূ যর (রা:)-এর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করব না? আমরা বললাম, হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, আবূ যর (রা:) বলেছেন, আমি গিফার গোত্রের একজন মানুষ ।আমরা জানতে পারলাম যে, মক্কায় এক ব্যক্তি আত্মপ্রকাশ করে নিজেকে নবী বলে দাবী করছেন। আমি আমার ভাইকে বললাম, তুমি মক্কায় গিয়ে ঐ ব্যক্তির সাথে আলোচনা করে বিস্তারিত খোঁজ-খবর  নিয়ে এস। সে রওয়ানা হয়ে গেল এবং মক্কার ঐ লোকটির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসল।

ফাযায়েলে আমলে কি আসলেই #শিরিক আছে? (পর্বঃ- ১)




ফাযায়েলে আমলে কি আসলেই #শিরিক আছে? (পর্বঃ- ১)

অনেকে এমন ভাব ধরে যেনো – ফাযায়েলে আমল মহপবিত্র একটা বই! এই বইয়ে শিরিক বেদাত দূরের কথা, এতোবড় শায়খুল হাদীস সাহেব লিখেছেন, এই কিতাবে কোনো ভুল হইতেই পারেনা!!

কিছু আলেমদের নাম ও পরিচয়



আমাকে একজন জিজ্ঞাস করলো আচ্ছা অমুক ইসলামি সেলেব্রিটি (সে একজন টিভি/ইউটিউব বক্তা!) অথচ সে নিজেই নিকাব পড়েনা। চেহারা ঢেকে রাখা যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে সে কি করে উস্তাদা হতে পারে?

নামাযে সুরা ফাতেহা কিভাবে পড়তে হবে?






নামাযে সুরা ফাতেহা কিভাবে পড়তে হবে?
প্রশ্নঃ নামাযে সূরা ফাতিহা পাঠ করার বিধান কি?

উত্তরঃ নামাযে সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে বিদ্বানদের থেকে নিম্নরূপ মত পাওয়া যায়।

বিদ্রোহ করা আহলে সুন্নতের মূলনীতি বিরোধী




শাসক ভালো এবং খারাপ দুটোই হবে। নিকৃষ্ট মুসলিম শাসক হিসেবে হাজ্জাজ বিন ইউসুফ, ইমাম আহমাদ ইবনে হাম্বালের সময় খলিফা মামুনের ছেলে, মুহতাজিলা রাজারা ইতিহাসে কুখ্যাত। কারণ, এরা আহলে সুন্নাহর শ্রেষ্ঠ আলেমদের প্রতি অনেক বড় জুলুম অত্যাচার করতো। কিন্তু খারেজীদের বিপরীতে আহলে সুন্নতের বড় একটা নীতি হলো – মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ না করা, খারাপ শাসকদের ব্যপারে ধৈর্য ধারণ করা। কারণ, শরীয়াহ বহির্ভূত সশস্ত্র/নিরস্ত্র যেকোন ধরণের বিদ্রোহ আরো বড় বিপদ ডেকে নিয়ে আসে, যা যুগযুগ ধরে প্রমানিত সত্য।

Wednesday 10 September 2014

ক্বুরান মাজীদ এর আয়াত বিক্রি করে খাওয়া নিষিদ্ধ




ক্বুরান মাজীদ এর আয়াত বিক্রি করে খাওয়া নিষিদ্ধঃ

আর তোমরা অল্প মূল্যে আমার আয়াত সমূহকে বিক্রি করোনা।
সুর আল-বাক্বারাহঃ আয়াত ৪১।

নারীদের মিছিল করা




এই হচ্ছে কিছু মানুষের ইসলাম পালন !
নিজেদের সৌন্দর্য দিয়ে কুফফারদেরকে অন্তর নরমকরে, ফিলিস্থিনে নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করতে চাওয়ার বৃথা চেষ্টা !!

মুসলিমরা কিভাবে বিজয়ী হবে?



অনেকে প্রশ্ন করে, গণতন্ত্র না করে মুসলিমরা কিভাবে ক্ষমতায় যাবে?
    
মুসলিমরা কিভাবে ক্ষমতায় যাবে প্রশ্ন না করে, আসলে প্রশ্ন করা উচিত বর্তমান মুসলিমরা কি ক্ষমতা (=আল্লাহর সাহায্য) পাওয়ার যোগ্য?

বিক্ষোভ মিছিল/প্রটেস্ট/ডেমনস্ট্রেশান/সরকার বিরোধী সমাবেশ?



বিক্ষোভ মিছিল/প্রটেস্ট/ডেমনস্ট্রেশান/সরকার বিরোধী সমাবেশ???

প্রশ্নকর্তা শামীমঃ শায়খ আমার আরেকটা প্রশ্ন হচ্ছে বিক্ষোভ মিছিল বা প্রটেস্ট/ডেমনস্ট্রেশান নিয়ে। বর্তমান সময়ে আমাদের ওলামাদের মাঝে ইজমা বা ঐক্যমত আছে  মিছিল করা ভুল। কিন্তু কিছু মানুষ IslamQAএর শায়খ সালিহ আল-মুনাজ্জিদ এর ফতোয়া কোট করে বলেকিছু শর্তসাপেক্ষে মিছিল করা জায়েজঅথবা ডা. জাকির নায়েকের কথা নিয়ে আসে যেখানে তিনি ফতোয়া দিয়েছেন - শান্তিপূর্ণ মিছিল করলে কোনো সমস্যা নেইএই ব্যাপারে কি বলা হবে?

মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, তার কারণ কি?



আসুন! নাবি (সঃ) এর একটি হাদিস বুঝার চেষ্টা করি

প্রশ্ন (২/৩৬২) : বর্তমান বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন চলছেতার কারণ কিএক্ষেত্রে আমাদের করণীয় কি?
-
 হযরত শেখ,
হলদীমুর্শিদাবাদভারত।

প্রশ্নঃ পা ছুঁয়ে সালাম করা যাবে?




সাবধান ! মুসলমানদের মাঝে হিন্দুদের আকীদা ও আমল ঢুকে গেছে !!

প্রশ্নঃ পা ছুঁয়ে সালাম করা যাবে? বিয়ের পরে অনেক শ্বশুর-শাশুরি বাধ্য করে পা ছুঁয়ে সালাম করার জন্য, কি করবো?

চুলে কালো রঙ (কলপ) করা হারামঃ



রাসুলুল্লাহ (সাঃ) চুল সাদা হয়ে গেলে তা কালার করতে বলেছেন, কিন্তু কালো রং করতে নিষেধ করেছেন। তিনি বলেন, “সাদা চুল এর রঙ পরিবর্তন করো, কিন্তু কালো রঙ ছাড়া”। (সহীহ মুসলিম ৫৪৭৬)।

ফেইসবুকে কি শয়তান থাকে?



আজকাল কবি-সাহিত্যিকদের পাশাপাশি অনেকে ফেইসবুকেও প্রমে ভালোবাসাবন্ধুত্ব সহ বিভিন্ন বিষয়ে গল্পউপন্যাসকবিতা লিখে যাচ্ছে। রেডিও মুন্নারেডিও আমারহারানো প্রেমতোমারই অপেক্ষায় এরকম মন ভোলানো নাম দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে আর উঠতি বয়সী ছেলে বো বোকা টাইপের পুরুষ ও নারী সমাজ এদের কথা শুনে মুগ্ধ হয়ে লাইক-শেয়ার দিয়ে যাচ্ছে। অথচ একবারও চিন্তা করছেনা হারাম ও কবীরা গুনাহর পাশাপাশি এই নিকৃষ্ট লোকগুলো মুসলিম তরুণ তরুণীদের মন-মানসিকতা ও রুচির উপরে ক্যান্সারের মতো চেপে বসছে।

চরমোনাই পীরের পোস্ট মর্টেম


Ads by OffersWizardAd O


চরমোনাই পীরের পোস্ট মর্টেমঃ

দেখুন চরমোনাই পীর কি কৌশলে তার মুরিদদের ব্রেইন ওয়াশ করে...

চোরের হাত পীরের হাতের সাথে লাগার কারণে পীর যদি তাকে পুলসিরাত পার করে দেয় (নাউযুবিল্লাহ)তাহলে মুরীদ যারা পীরের হাতে ধরে বায়াত হবে এদের কত বড় ফযীলত!
দেখুন পীরের লেখা বই – ভেদে মারেফত পৃষ্ঠা ২৭-২৮।

আহলে সুন্নত, শিয়া-সুন্নী, আহলে বায়ত কি?




আহলে সুন্নতশিয়া-সুন্নীআহলে বায়ত কি?

বিসমিল্লাহওয়ালহা'মদুলিল্লাহওয়াস সালাতু ওয়াসসালামু 'লা রাসূলিল্লাহ। আম্মা বা'

আহলে সুন্নাহ কি?
আহলে সুন্নাহ” – অর্থ হচ্ছে সুন্নাহর অনুসরণকারীযারা শিরক-

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...