Friday 16 August 2019

ভগ্ন হৃদয়কে সান্ত্বনা দাও


ইমাম মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ) বলেছেন—
❝উন্নত শিষ্টাচার ও প্রশংসনীয় গুণাবলির অন্তর্ভুক্ত হলো—যখন তুমি কোনো ভগ্ন হৃদয়ের মানুষ পাবে, যার হৃদয় ভেঙেছে কোনো প্রিয় মানুষকে হারিয়ে বা অন্য কোনো কারণে; তখন তোমার উচিত হবে, কোনো ভালো স্মৃতি স্মরণ করানোর মাধ্যমে তাকে খুশি করা এবং তার দুঃখ-কষ্ট হালকা করা।
উদাহরণস্বরূপ তার যদি ধনসম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে তুমি তাকে বলবে, ‘এমন অনেক মানুষ আছে, যাদের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে।’ যদি তার চোখে অসুখ হয়ে থাকে, তাহলে তুমি বলবে, ‘এমন অনেক মানুষ আছে, যারা বিলকুল অন্ধ।’ ফলে তার কষ্ট লাঘব হবে, প্রশমিত হবে তার ব্যথিত হৃদয়। এরই অন্তর্ভুক্ত হলো—ওই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া, যে তার প্রিয়জনকে হারিয়েছে।❞
·
তথ্যসূত্র:
ইমাম ইবনু ‘উসাইমীন (রাহিমাহুল্লাহ), আত-তা‘লীকু ‘আলাল ক্বাওয়া‘ইদিল হিসান; পৃষ্ঠা: ১৬১; গৃহীত: mpubs.org
·
অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...