Saturday 27 September 2014

ধর্মীয় কাজে বাধা দানের পরিণত



রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

destruction

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম

ভূমিকা :
আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য এবং পৃথিবীতে তাঁর বিধান কায়েম করার জন্য। এ লক্ষ্যে মানবতার সঠিক পথের দিশারী হিসাবে এক লক্ষ চবিবশ হাযার নবী-রাসূল পাঠিয়েছেন (আহমাদ, ত্বাবারানী, মিশকাত হা/৫৭৩৭)। তাঁরা যুগে যুগে মানুষকে সত্য-সুন্দরের পথ, কল্যাণের পথ, হেদায়াতের পথ প্রদর্শন করেছেন। সে পথে মানুষকে পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় ও তার কুমন্ত্রণায় হক্বের পথ থেকে বিচ্যুত হয়েছে। কখনোবা এ পথে মানুষ যাতে আসতে না পারে সেজন্য বাধা সৃষ্টি করেছে। ফলে ঐসব মানুষও শয়তানের ন্যায় অভিশপ্ত হয়েছে, জান্নাতের পরিবর্তে জাহান্নামের কীটে পরিণত হয়েছে। আলোচ্য নিবন্ধে হক্বের পথে, আল্লাহর পথে তথা দ্বীনের পথে বাধা দেওয়ার পরিণতি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

হজকারীর ভুলত্রুটি



রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

রচনা : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক | সম্পাদনা : নুমান বিন আবুল বাশার
হজ পালনকালে অনেকেই ভুলত্রুটি করে থাকেন। নীচে উল্লেখযোগ্য কিছু ভুল তুলে ধরা হল।
ক. মীকাত ও এহরাম বিষয়ক ভুল
  1. হজ কিংবা উমরার নিয়ত থাকা সত্ত্বেও এহরাম না বেঁধেই মীকাত অতিক্রম করা।

ধূমপান নীরব ঘাতক


শুরু করছি মহান আল্লাহর নামে যানি পরম করুনাময়, অসীম দয়ালু।

ধূমপান নীরব ঘাতক

বর্তমান যুগের ঘৃণিত এক অভ্যাসের নাম ধূমপান। ধূমপান করে মানুষ বিভিন্ন মুসিবত ও নানা রোগে আক্রান্ত হচ্ছে। ধূমপান ধূমপায়ীদের অন্তর, রক্ত, শ্বাস-প্রশ্বাস, পেটের রোগ ও মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত করাসহ, পরিবেশও দূষণ করছে।
আশ্চর্য, কতক মানুষ ধূমপান নামের এ বিষ খরিদ করে গলাধঃকরণ করছে নেশার জন্য, অতঃপর তাতে মগ্ন থাকে মৃত্যু পর্যন্ত। অথচ ধূমপান তাদের মধ্যে নানা প্রকার ক্যান্সারের সৃষ্টি করছে, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার। আপনি বলতে পারেন, ধূমপান ক্যান্সার সৃষ্ট করে প্রমাণ কি?

বইঃ ছহীহ কিতাবুদ দো’আ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

মুলঃ মুহাম্মাদ নুরুল ইসলাম । হাদীছ ফাউন্ডেশন
সংক্ষিপ্ত বর্ননাঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আনাবিল শান্তি বর্ষিত হউক প্রিয় নবী (ছাঃ)-এর উপর,যিনি দ্বীনকে আমাদের পর্যন্ত এত সুন্দর করে পৌছে দিয়েছেন। আল্লাহ তার পরিবার পরিজন এবং সাহাবিগনের (রাঃ) প্রতি শান্তি বর্ষন করুন। সেই সাথে কল্যানের পথ দান কর সেই সব মানুষের প্রতি যারা নবী (সাঃ)-এর আনিত আল্লাহর বিধান আনুযায়ী আমল করে।
 মহান আল্লাহ তাআলা বলেনতোমরা আমার নিকট দোআ করআমি তোমাদের দোআ কবুল করব(সূরা মুমিন ৬০)
নবী করীম (ছাঃ) বলেনকোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর নিকট দোআ করে এবং সে দোআর মধ্যে পাপ ও আত্মীয়তা ছিন্ন করার কথা না থাকেতবে আল্লহ উক্ত দোআর বিনিময়ে তাকে তিনটির যেকোন একটি দান করেন। একঃ- তার দোআ দ্রত কবুল করেন দুইঃ- তার প্রতিদান আখেরাতে প্রদানের জ্ন্য জমা রাখেন তিনঃ-তার থেকে অনুরুপ আরেকটি কষ্ট দূরীভিত করেন। একথা শুনে ছাহাবীগন বললেন, তাহলে আমরা আরো বেশি বেশি দোআ করব। রাসূলুল্লা (ছাঃ) বললেন আল্লাহ আরো বেশি দোআ কবুলকারী (আহমাদ,বঙ্গানুবাদ মিশকাত হ/২১৫২)
 দোআ করার উত্তম সময়ঃ
১।ছালাতে সিজদায় এবং শেষ বৈঠকে তাশাহহুদের পর।
২। ক্বদেরের রাতে ও আরাফার দিন।
৩।আযানের সময়,আযান ও ইক্বামতের মধ্যকার সময় এবং যুদ্ধের সময়।
৪।জুম’আর দিনে ইমামের মিম্বারে বসা হ’তে ছালাত শেষ হওয়া পর্যন্ত সময়।৫।শেষ রাতে এবং ফরয ছালাতের পর।
সহীহ কিতাবুত দো’আ বইটিতে কুরআন ও সহীহ হাদিস ভিত্তিক অসংখ্য দো’আ আছে,যা আমাদের দৈন্দিন জীবনে আমলে সহায়ক হবে।এই বইটির উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রত্যেক দো’আর রেফারেন্স দেওয়া আছে।
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।

ফুটবল টুর্নামেন্ট বা প্রতিযোগিতা দেখা কী? এ খেলা দেখলে কি গুনাহ হবে?


শুরু করছি মহান আল্লাহর নামে যানি পরম করুনাময়, অসীম দয়ালু।
লেখকঃশাইখ আবদুর রহমান ইবন আবদুল্লাহ আল-সুহাইমঅনুবাদ :আলী হাসান তৈয়ব
ফুটবল টুর্নামেন্ট দেখার হুকুম কী?
প্রশ্ন : ফুটবল টুর্নামেন্ট বা প্রতিযোগিতা দেখা কী? এ খেলা দেখলে কি গুনাহ হবে?
উত্তর : এ খেলা যিনি দেখবেন, তিনি গুনাহগার হবেন তিন দিক থেকে :
প্রথমত.মূল্যবান সময় নষ্ট করার কারণে, যা একজন মানুষের আওতাধীন সবচেয়ে মূল্যবান জিনিস। আর মানুষ তার জীবনকাল সম্পর্কে সাধারণভাবে এবং যৌবনকাল সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞাসিত হবে। আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

আপনার কি মনে হয় ইসলামিক পশু জবাই পদ্ধতিটি খুব নিষ্ঠুর?


আপনার কি মনে হয় ইসলামিক পশু জবাই পদ্ধতিটি খুব নিষ্ঠুর?
Western World এ পশু জবাইয়ের প্রচলিত নিয়ম(CPB Method): 
Captive bolt pistol(CPB ) নামের এক ধরনের যন্ত্র দ্বারা পশুর কপালে প্রচন্ড আঘাত করা হয়। ধারনা করা হয় এতে পশু unconscious হয়ে পড়ে এবং জবাইয়ের পর ব্যথা অনুভব করে না।

Thursday 25 September 2014

বইঃ হজ্জ সফরে সহজ গাইড


রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

Hajj-Guide-Banglaসংক্ষিপ্ত বর্ণনাঃ হজ্জ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বুনিয়াদি স্তম্ভ। ইসলামের এই মহান ইবাদাতটি পালন করার সময় আমরা এর নিয়মনীতি অনুসরণ না করার ফলে বেশ কিছু বিভ্রান্তি লক্ষ্য করা যায়। সেই সাথে এ সম্পর্কে ভালো কোন গাইড না থাকায় আমরা অনেক ক্ষেত্রেই বিড়ম্বনায় পড়ি। এছাড়া আমরা ভালোমতো না জানায় হাজ্জের কর্মগুলি সুন্দরভাবে করতে পারি না। কেউ কেউ এক্ষেত্রে অন্যে দেখে আমল করতে গিয়ে বিদআতে পর্যবসিত হন। হজ্জ করার সময় একটি আধুনিক, সমসাময়িক ও সহিহ হজ্জ গাইডের প্রয়োজনীয়তা অনুভব করেই লেখক মো: মোশফিকুর রহমান এই বইটি লিখেছেন। যা হজ্জ সফরে প্রত্যেক ব্যক্তির নিকট থাকা বাঞ্জনীয়। বাংলা ভাষায় ছবিসহ এবং এমন তথ্যপূর্ণ হাজ্জ গাইড এই প্রথম। আল্লাহ তাআলা লেখককে তার উত্তম প্রতিদান। দিক। বইটি প্রকাশ করেছে তাওহীদ প্রকাশনী। বইটি বিনামূল্যে বিতরণ করার জন্য। কেউ আগ্রহী হয়ে কোনরুপ পরিবর্তন না করে বইটি প্রচার করতে পারেন।
বইটির অনন্য বৈশিষ্ট্য :
  • বইটিতে কুরআন ও সুন্নাহ ভিত্তিক হাজ্জ, উমরাহ ও এর সংশ্লিষ্ট বিষয়গুলোর বর্ণনা দেয়া রয়েছে।
  • হাজ্জের পূর্ব  প্রস্তুতি সম্পর্কে বর্ণনা রয়েছে।
  • হাজ্জ যাত্রার প্রতিক্ষেত্রে বা প্রতিটি স্থানে কি করণীয়, বর্জনীয় উল্লেখ করা হয়েছে।
  • সেই সাথে বিভিন্ন জায়গায় প্রচলিত হাজীদের বিদআত সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
  • হাজ্জের প্রতিটি ধাপে করণীয় বুঝতে ছবিসহ বর্ণনা দেয়া রয়েছে।
  • বিভিন্ন প্রকার হজ্জে করণীয় এবং উমরাহর বিস্তারিত বর্ণনা রয়েছে।
  • কোন দিবসে কি করণীয় তা তারিখ উল্লেখপূর্বক বর্ণনা রয়েছে।
  • মক্কা ও মদীনায় বিভিন্ন দর্শনীয় স্থানের নাম, বর্ণনা ও ছবি দেয়া রয়েছে।
  • হজ্জ বিষয়ক বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় আরবী শব্দ, বিভিন্ন বিমানবন্দরের সংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করা হয়েছে।
  • হাজ্জের পর করণীয় সম্পর্কে
  • বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয বেশ কিছু কুরআন ও হাদীসের দুআ উচ্চারণ ও অর্থসহ উল্লেখ করা হয়েছে।
আল্লাহ আমাদের হাজ্জকে সূন্দরভাবে সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফীক দিন।

ডাউনলোড

জিলহজের প্রথম দশদিনের ফযীলত এবং ঈদ ও কুরবানীর বিধান



রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

জিলহজের প্রথম দশদিনের ফযীলত এবং ঈদ ও কুরবানীর বিধান

লেখকঃ আব্দুল মালেক আল-কাসেম । অনুবাদ : সানাউল্লাহ নজির আহমদ
জিলহজ মাসের দশদিনের ফযীলত :
আল্লাহ তা‌’আলার অশেষ মেহেরবানী যে, তিনি নেককার বান্দাদের জন্য এমন কিছু মৌসুম করে দিয়েছেন, যেখানে তারা প্রচুর নেক আমল করার সুযোগ পায়, যা তাদের দীর্ঘ জীবনে বারবার আসে আর যায়। এসব মৌসুমের সব চেয়ে বড় ও মহত্বপূর্ণ হচ্ছে জিলহজ মাসের প্রথম দশদিন।

বছরের শ্রেষ্ঠ ১০ দিনে করণীয় ১০ আমল


রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

162
আল্লাহ তা‘আলা দয়ালু। তাই তিনি আপন বান্দাদের তওবার সুযোগ দিতে ভালোবাসেন। তিনি চান বান্দারা ইবাদতের মাধ্যমে তাঁর নৈকট্য লাভ করুক। এ উদ্দেশ্যে তিনি আমাদের জন্য বছরে কিছু বরকতময় ও কল্যাণবাহী দিন রেখেছেন- যাতে আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। আমরা পরীক্ষার দিনগুলোতে সর্বোচ্চ চেষ্টা চালাই সবচে ভালো ফলাফল অর্জন করার জন্য। তবে কেন আখেরাতের জন্য এসব পরীক্ষার দিনগুলোতেও সর্বাধিক প্রচেষ্টা ব্যয় করব না? এ দিনগুলোতে আমল করা তো বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি নেকী ও কল্যাণ বয়ে আনে। এমন দিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য যিলহজ মাসের এই প্রথম দশদিন। এ দিনগুলো এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। তাতে আমলের প্রতি তিনি সবিশেষ উদ্বুদ্ধ করেছেন। এ দিনগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণে শুধু এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তা‘আলা এর কসম করেছেন।

জুমুয়া’র সালাহ কিভাবে পড়বেন?





প্রশ্নঃ জুমুয়ার সালাহ কিভাবে পড়বেন?

উত্তরঃ আপনি মসজিদে প্রবেশ করেপ্রথমেই দুই রাকাত সালাহ আদায় করবেন। এটা হলো তাহিয়্যাতুল মসজিদের সালাহ। এমনকি খতিব সাহেব যদি খুতবা দিতে থাকেন (আরবীতে ওয়াজিব দুইটা খুতবা / বাংলায় বেদাতী খুতবাওয়াজিব দুইটা খুতবার

উসীলা বা আল্লাহকে পেতে মাধ্যম গ্রহণ




::::::::: আল্লাহকে পেতে মাধ্যম গ্রহণ :::::::::

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তাঁরই প্রশংসা করছিতাঁর কাছেইসাহায্য চাচ্ছি আর তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি আমাদের মন্দকৃতকর্মএবং আত্মার ক্ষতিকর প্রভাব থেকে আল্লাহর দরবারে আশ্রয় নিচ্ছি,আল্লাহ

কার অনুসরণ করা জরুরী??


কার অনুসরণ করা জরুরী??
আল্লাহর না শয়তানের (ওয়াল ইয়াযু বিল্লাহ)???

"হে বনী-আদম! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যেশয়তানের উপাসনা করো নাসে তোমাদের প্রকাশ্য শত্রুআর শুধুমাত্র আমারই এবাদত কর। এটাই সরল পথ। শয়তান তোমাদের অনেক দলকে

তাওহীদ কি? তাওহীদ কত প্রকার??





তাওহীদ কি?
তাওহীদ শব্দের আভিধানিক অর্থঃ
কোনো কিছুকে এক করাএকক ও অদ্বিতীয় সাব্যস্ত করাএকত্ববাদ প্রতিষ্ঠা করা।

Sunday 21 September 2014

নামায কিভাবে পড়তে হবে? (পর্ব – ২, শেষ পর্ব)


১ম পর্ব পড়তে এখানে ক্লিক  করুন

আগের পোস্টে নামাযের যেই জিনিসগুলো বলা বাকী ছিলোঃ

১. নামাযে সানা পড়া সুন্নত। কিন্তু তাই বলে সানা না পড়ে নামায পড়ার চিন্তা করবেন না, সুন্নতগুলো হচ্ছে নামাযের সৌন্দর্য। তাই অন্তত ছোট-বড় যেকোন সানা পড়েই নামায শুরু করবেন ইন শা’ আল্লাহ।

২য় বৈঠকে তাওয়্যারুক করা নারী ও পুরুষ সকলের জন্য সুন্নত




ছবি পরিচিতিঃ প্রথম ছবিতে ১ম রাকাতে বসার নিয়ম, ২য় রাকাতে ৩/৪ রাকাতের শেষ বৈঠকে তাওয়্যারুক করার নিয়ম। 

তাশাহুদে আংগুল দিয়ে ইশারা করার সঠিক নিয়মঃ



প্রশ্নঃ তাশাহুদের প্রথম থেকে শেষ পর্যন্ত তর্জনী আঙ্গুল নড়ানোর বিধান কি?

সিজদাতে দুয়া করার নিয়ম

প্রশ্নঃ রাসুলুল্লাহ (সাঃ) সিজদাতে বেশি বেশি দুয়া করতে বলেছেন। আমি আরবী জানিনা, আমি কি নামাযের মধ্যে সিজদায় নিজের মাতৃভাষায় (বাংলা/ইংরেজী) দুয়া করতে পারবো?

নারী এবং পুরুষের নামাযের নিয়ম এক




"নারী এবং পুরুষের নামাযের মধ্যে পার্থক্য",আমি ইন্টারনেটে এই আর্টিকেলটি পড়ে বিস্মিত হলাম যে, এই আর্টিকেলটি সম্পূর্ণরূপে দুর্বল এবংজাল হাদীসের উপর ভিত্তি করে

নারী এবং পুরুষের নামাযের নিয়ম এক




"নারী এবং পুরুষের নামাযের মধ্যে পার্থক্য",আমি ইন্টারনেটে এই আর্টিকেলটি পড়ে বিস্মিত হলাম যে, এই আর্টিকেলটি সম্পূর্ণরূপে দুর্বল এবংজাল হাদীসের উপর ভিত্তি করে

নারী এবং পুরুষের নামাযের নিয়ম এক




"নারী এবং পুরুষের নামাযের মধ্যে পার্থক্য",আমি ইন্টারনেটে এই আর্টিকেলটি পড়ে বিস্মিত হলাম যে, এই আর্টিকেলটি সম্পূর্ণরূপে দুর্বল এবংজাল হাদীসের উপর ভিত্তি করে

রুকু ও সিজদার তাসবীহ



প্রশ্নঃ রুকু  সিজদার তাসবীহ এর বাংলা অর্থ কি?
রুকুর তাসবীহঃ সুবহানা রাব্বিয়াল যীম

রফউল ইয়াদাইন বা হাত উত্তোলনের বিধান কি?




প্রশ্নঃ নামাযে চারটি স্থান ব্যতীত অন্য কোন স্থানে হাত উত্তোলনের কথা কি প্রমাণিত আছে? অনুরূপভাবে জানাযা ও দু’ঈদের ছালাতের তাকবীরের সময় হাত উত্তোলন করার কি বিধান?
(নামাযে রফউল ইয়াদাইন বা হাত উত্তোলনের বিধান কি?)

নামাযে সুরা ফাতেহা কিভাবে পড়তে হবে?





প্রশ্নঃ নামাযে সূরা ফাতিহা পাঠ করার বিধান কি?

উত্তরঃ নামাযে সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে বিদ্বানদের থেকে নিম্নরূপ মত পাওয়া যায়।

নামাযে সুরা ফাতেহা কিভাবে পড়তে হবে?





প্রশ্নঃ নামাযে সূরা ফাতিহা পাঠ করার বিধান কি?

উত্তরঃ নামাযে সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে বিদ্বানদের থেকে নিম্নরূপ মত পাওয়া যায়।

নামায কিভাবে পড়তে হবে? (পর্ব – ১)




প্রশ্নঃ নামায কিভাবে পড়তে হবে? (পর্ব – ১)

উত্তরঃ বিসমিল্লাহ। ওয়ালহা’মদুলিল্লাহ। ওয়াস-সালাতু ওয়াস-সালামু আ’লা রাসুলিল্লাহ। আম্মা বা’দ।

বুকে হাত বাধা নারী পুরুষ সবার জন্য সুন্নত




প্রশ্নঃ ডান হাতকে বাম হাতের উপর রেখে তা কি বুকের উপর বা অন্তরের (Heart) উপর রাখবে নাকি নাভীর নীচে রাখবে? হাত বাঁধার ক্ষেত্রে নারী-পুরুষের মাঝে কোন পার্থক্য আছে কি?

নিয়ত কিভাবে করতে হবে?





নিয়ত কিভাবে করতে হবে?

নিয়ত অর্থ হচ্ছে কোন কাজ করতে ইচ্ছা করাবা সংকল্প করা

নিয়ত করতে হবে অন্তরে, মুখে উচ্চারণ করে দোয়া পড়েনা। এর জন্য কোনো দুয়া পড়তে হবেনা বা মুখে কোনো কিছু বলতে হবেনা।

নামাযে সুতরার বিবরণঃ



নামায পড়ার সময় সামনে একটা সুতরা রেখে নামায পড়তে হয়, এটা করা সুন্নত। সুতরা অর্থ হচ্ছে - নামাযী ও তার সিজদা দেওয়ার জায়গার সামনে একটা দেয়াল, খুঁটি বা অন্তত আধা হাত উঁচু যেকোনো একটা কিছুর বাঁধা থাকবে।

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...