Saturday 8 July 2017

সালাতে যেই সাতটি স্থানে দুয়া করা যায়ঃ



আমরা অনেকেই জানি, সালাতের সিজদাতে ও সালাম ফিরানোর আগে দুয়া করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সালাতে মোট কতগুলো জায়গায় দুয়া করা যায় এবং সেই জায়গাগুলো কি কি?
নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম সালাতের ভেতরে মোট সাতটি স্থানে দুয়া করতেন। সালাতে যেই সাতটি স্থানে দুয়া করা যায় তা বিস্তারিত বর্ণনা করা হলো।
(১) সানাঃ সালাতের শুরুতে তাকবীর তাহরীমার “আল্লাহু আকবার” বলে বুকে হাত বাঁধার পরে, সালাত শুরুর দিকে “সানা” হিসেবে দুয়া পড়া যায়। এখানে নিজের ইচ্ছামতো যেকোনো দুয়া করা যায়না, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম সানা হিসেবে যেই দুয়াগুলো করেছেন, শুধুমাত্র সেই দুয়াগুলোই করা যাবে। সানার দুয়া অবশ্যই আরবীতে পড়তেই হবে।
প্রচলিত ভাষায় আমরা যাকে সানা বলি, সহীহ হাদীসে আরো অনেক সানার দুয়া আছে, কোন কোন সানাতে দুয়া বা প্রার্থনা রয়েছে। আপনি যদি সেই সানাগুলো পড়েন তাহলে সেটা সানা ও দুয়া দুটো একসাথে হবে, যেন এক ঢিলে দুই পাখি শিকার করা। সানা হিসেবে আমরা যেটা পড়ি এর পরিবর্তে ঐ দুয়াটা সানা হিসেবে পড়া যাবে। বরং, অনেক আলেম সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত সানার সেই দুয়াটাকে উত্তম বলে মত দিয়েছেন। আপনি নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম-এর সানা হিসেবে দুয়াটার অর্থের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝবেন কত সুন্দর এই দুয়াটা। অলসতা করে মুখস্থ না করার কারণে আপনি মহামূল্যবান এই দুয়া থেকে বঞ্চিত হচ্ছেন। চিন্তা করুন, এতো সুন্দর ভাষায় আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে মাফ চেয়ে সালাত শুরু করলে আল্লাহ তা’আলা সেই সালাতকে কত বেশি পছন্দ করবেন! তাই প্রিয় বন্ধুরা! অলসতা ত্যাগ করে কষ্ট করে নীচে এই দুয়াটা মুখস্থ করে মাঝে মাঝে পড়ার চেষ্ট করবেন, বিশেষ করে ফরয সালাতে। যখন সময় কম থাকে বা অলসতা লাগে তখন ছোট যেটা “সুবহা’নাকা আল্লাহুম্মা ওয়াবিহা’মদিকা...”, এটা পড়লেন। আর যখন সময়, ইচ্ছা, শক্তি-সামর্থ্য আছে বা এমনিতেই একবার তোওবা করার ইচ্ছা করবেন, তখন সানা হিসেবে এই দুয়াটা পড়লেন। অথবা আপনি নফল সুন্নত সালাতে ছোট সানা এবং পাঁচ ওয়াক্তের ফরয সালাতে এটা পড়লেন, আবার কখনো একবার এটা আরেকবার অন্যটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়েও পড়া যাবে। দুয়াটা হচ্ছেঃ
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْني مِنْ خَطَايَايَ، بِالثَّلْجِ وَالْماءِ وَالْبَرَدِ.
উচ্চারণঃ আল্লাহুম্মা বাইয়ি’দ বাইনী ওয়া বাইনা খাত্বা-ইয়া-ইয়া কামা বা-আ’দতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিব। আল্লা-হুম্মা নাক্কিনী মিং খাত্বা-ইয়া-ইয়া কামা ইয়ুনাক্কাস-ছাওবুল আবইয়াদু মিনাদ দানাস। আল্লা-হুম্মাগসিলনী মিং খাত্বা-ইয়া-ইয়া বিস-সালজি ওয়াল মা-ইয়ী ওয়াল বারাদ।

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...