Sunday 10 November 2019

বড় বিপজ্জনক একটি বিষয়


আপনি কি জানেন ও মানেন যে, অনেক সময় আপনি নিজেকে অভিশাপ ও গালি দেন?
আপনি যদি নিরপরাধ অনুপযুক্ত ব্যক্তিকে লানত দেন, তাহলে জানবেন আপনি নিজে মালঊন।
আপনি যদি এমন কাউকে অভিশাপ দিয়ে বলেন, 'তুই জাহান্নামে যা, ধ্বংস হ', নির্বংশ হ', কবরে যা, তোর মরণ হোক ইত্যাদি, আর সে যদি সেই অভিশাপের উপযুক্ত না হয়, তাহলে তা আপনার উপর এসে লাগে।
আপনি যদি কাউকে অন্যায়ভাবে গালি দেন, তাহলে সে গালি আপনাকে লাগে।
আপনি যদি কাউকে 'জানোয়ার' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে জানোয়ার।
আপনি যদি কাউকে 'কুকুর' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে কুকুর।
আপনি যদি কাউকে 'গাধা' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে গাধা।
আপনি যদি কাউকে 'বলদ' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে বলদ।
আপনি যদি কাউকে 'জারজ' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে জারজ।
আপনি যদি কাউকে 'খবীস' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে খবীস।
আপনি যদি কাউকে 'কাফের' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে কাফের।
আপনি যদি কাউকে 'আল্লাহর দুশমন' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে আল্লাহর দুশমন।
আপনি যদি কাউকে 'নবীর দুশমন' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে নবীর দুশমন।
আপনি যদি কাউকে 'শয়তান' বলেন, আর সে যদি তা না হয়, তাহলে আপনি নিজে শয়তান।
মহানবী ﷺ বলেছেন,
“বান্দা যখন কোন কিছুকে অভিশাপ করে, তখন অভিশাপ আকাশের প্রতি উঠে যায়, কিন্তু তাকে বাইরে রেখেই আকাশের দ্বারসমূহ বন্ধ করা হয়। অতঃপর তা পৃথিবীর প্রতি অবতরণ করে কিন্তু তাকে বাইরে রেখেই পৃথিবীর দ্বারসমূহও বন্ধ করা হয়। অতঃপর ডানে বামে ফিরতে থাকে, পরিশেষে যখন তা কোন যথার্থ স্থান পায় না, তখন অভিশপ্ত বস্তু বা ব্যক্তির প্রতি ফিরে যায়, যদি সে এর (অভিশাপের) উপযুক্ত হয়, তাহলে (তাকে অভিশাপ লেগে যায়)। নচেৎ অভিশাপকারীর নিকট তা প্রত্যাবৃত্ত হয়।” (আবূ দাঊদ ৪৯০৭, সহীহুল জামে ১৬৭২নং)
“তোমরা হাওয়াকে অভিশাপ দিও না। যেহেতু হাওয়া তো আদেশপ্রাপ্ত, (আল্লাহর) আজ্ঞাবহ। আর যে ব্যক্তি কোন নির্দোষ নিরপরাধ বস্তুকে অভিশাপ করে, তার প্রতিই সেই অভিশাপ প্রত্যাবৃত্ত হয়।” (আবু দাউদ ৪৭০৮, তিরমিযী ১৯৭৮, সহীহুল জামে ৭৪৪৭নং)
“যখন কেউ তার ভাইকে কাফের বলে, তখন তাদের উভয়ের মধ্যে একজনের উপর তা বর্তায়। যা বলেছে, তা যদি সঠিক হয় তো ভালো; নচেৎ তার (বক্তার) উপর ঐ কথা ফিরে যায়।” (বুখারী ৬১০৩-৬১০৪, মুসলিম ২২৫নং)
“যে কাউকে 'কাফের' বলে ডাকে অথবা 'আল্লাহর দুশমন' বলে অথচ বস্তুতঃ যদি সে তা না হয়, তবে তার (বক্তার) উপর তা বর্তায়।” (মুসলিম ২২৬নং)
সুতরাং খুব সাবধান! নিজের মুখে নিজে অভিশপ্ত হবেন না এবং নিজের মুখে নিজেকে গালি দেবেন না। 'নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান' যেন না হয়।
----আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...