Saturday 29 November 2014

হিসনুল মুসলিম বা কুরআন ও হাদীস থেকে সংকলিত দৈনন্দিন যিকর ও দোআর সমাহার (২য় পর্ব)




১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন।
৩৪. দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দো

120-(1) «اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُــــلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَداً مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ القُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلاَءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي».
 (আল্লা-হুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকানা-সিয়াতী বিয়াদিকামা-দ্বিন ফিয়্যা হুকমুকা, ‘আদলুন ফিয়্যা কাদ্বা-য়ুকাআসআলুকা বিকুল্লি ইসমিন্ হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকাআও আনযালতাহু ফী কিতা-বিকা আও আল্লামতাহু আহাদাম্-মিন খালক্বিকা আও ইস্তাসারতা বিহী ফী ‘ইলমিল গাইবি ইনদাকা, আন্ তাজআলাল কুরআ-না রবীআ ক্বালবী, ওয়া নূরা সাদ্‌রী, ওয়া জালা’আ হুযনী ওয়া যাহা-বা হাম্মী)।
১২০-(১) হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনারই এক বান্দার পুত্র এবং আপনার এক বাঁদীর পুত্র। আমার কপাল (নিয়ন্ত্রণ) আপনার হাতে; আমার উপর আপনার নির্দেশ কার্যকর; আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের উসীলায়; যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনার আপনি আপনার কিতাবে নাযিল করেছেন অথবা আপনার সৃষ্টজীবের কাউকেও শিখিয়েছেন অথবা নিজ গায়েবী জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন—আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তিআমার বক্ষের জ্যোতিআমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী।[162]

121-(2) «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ».
 (আল্লা-হুম্মা ইন্নি আঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানিওয়াল আজযি ওয়াল কাসালিওয়াল বুখলি ওয়াল জুবনিওয়া দালাইদ দ্বাইনে ওয়া গালাবাতির রিজা-লি)
১২১-(২) হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকেঅপারগতা ও অলসতা থেকেকৃপণতা ও ভীরুতা থেকেঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।[163]

হিসনুল মুসলিম বা কুরআন ও হাদীস থেকে সংকলিত দৈনন্দিন যিকর ও দোআর সমাহার (১ম পর্ব)




সূচিপত্র
ক্রম
বিষয়সূচি


ভূমিকা


যিক্‌রের ফযীলত


যিক্‌র ও দোআসমূহ

1.                   
ঘুম থেকে জেগে উঠার সময়ের যিক্‌রসমূহ

2.                  
কাপড় পরিধানের দো

3.                  
নতুন কাপড় পরিধানের দো

4.                  
অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো

5.                  
কাপড় খুলে রাখার সময় কী বলবে

6.                  
পায়খানায় প্রবেশের দো

7.                  
পায়খানা থেকে বের হওয়ার দো

8.                 
ওযুর পূর্বে যিক্‌র

9.                  
ওযু শেষ করার পর যিক্‌র

10.              
বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্‌র

11.               
ঘরে প্রবেশের সময় যিক্‌র

12.              
মসজিদে যাওয়ার সময়ে পড়ার দো

13.              
মসজিদে প্রবেশের দো

14.               
মসজিদ থেকে বের হওয়ার দো

15.              
আযানের যিক্‌রসমূহ

16.              
সালাতের শুরুতে দো

17.              
রুকূর দো

18.              
রুকু থেকে উঠার দো

19.              
সিজদার দো

20.             
দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো

21.              
সিজদার আয়াত তেলাওয়াতের পর সিজদায় দো

22.             
তাশাহ্‌হুদ

23.             
তাশাহ্‌হুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত (দরুদ) পাঠ

24.              
সালামের আগে শেষ তাশাহহুদের পরের দো

25.             
সালাম ফিরানোর পর যিকরসমূহ

26.             
ইসতিখারার সালাতের দো

27.             
সকাল ও বিকালের যিক্‌রসমূহ

28.             
ঘুমানোর যিক্‌রসমূহ

29.             
রাতে যখন পার্শ্ব পরিবর্তন করে তখন পড়ার দো

30.             
ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বের অস্বস্তিতে পড়ার দো

31.              
খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা করবে

32.             
বিত্‌রের কুনুতের দো

33.             
বিত্‌রের নামায থেকে সালাম ফিরানোর পরের যিক্‌র

34.              
দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দো

35.             
দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো

36.             
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দো

37.             
শাসকের অত্যাচারের ভয় করলে পড়ার দো

38.             
শত্রুর উপর বদ-দো

39.             
কোনো সম্প্রদায়কে ভয় করলে যা বলবে

40.              
ঈমানের মধ্যে সন্দেহে পতিত ব্যক্তির দো

41.               
ঋণ মুক্তির জন্য দো

42.              
সালাতে ও কেরাআতে শয়তানের কুমন্ত্রণায় পতিত ব্যক্তির দো

43.              
কঠিন কাজে পতিত ব্যক্তির দো

44.              
পাপ করে ফেললে যা বলবে এবং যা করবে

45.              
শয়তান ও তার কুমন্ত্রণা দূর করার দো

46.              
যখন অনাকাঙ্খিত কিছু ঘটেবা যা করতে চায় তাতে বাধাপ্রাপ্ত হয়তখন পড়ার দো

47.              
সন্তান লাভকারীকে অভিনন্দন ও তার জবাব

48.             
যা দ্বারা শিশুদের জন্য আশ্রয় প্রার্থনা করা হয়

49.              
রোগী দেখতে গিয়ে তার জন্য দো

50.             
রোগী দেখতে যাওয়ার ফযিলত

51.              
জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর দো

52.             
মরণাপন্ন ব্যক্তিকে তালক্বীন (কালেমা স্মরণ করিয়ে দেওয়া)

53.             
কোনো মুসিবতে পতিত ব্যক্তির দো

54.              
মৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দো

55.             
মৃত ব্যক্তির জন্য জানাযার সালাতে দো

56.             
নাবালক শিশুদের জন্য জানাযার সালাতে দো

57.             
শোকার্তদের সান্ত্বনা দেওয়ার দো

58.             
মৃতকে কবরে প্রবেশ করানোর দো

59.             
মৃতকে দাফন করার পর দো

60.             
কবর যিয়ারতের দো

61.              
বায়ূ প্রবাহিত হলে পড়ার দো

62.             
মেঘের গর্জন শুনলে পড়ার দো

63.             
বৃষ্টি চাওয়ার কিছু দো

64.              
বৃষ্টি দেখলে দো

65.             
বৃষ্টি বর্ষণের পর যিকর

66.             
অতিবৃষ্টি বন্ধের জন্য কিছু দো

67.             
নতুন চাঁদ দেখে পড়ার দো

68.             
ইফতারের সময় রোযাদারের দো

69.             
খাওয়ার পূর্বে দো

70.             
আহার শেষ করার পর দো

71.              
আহারের আয়োজনকারীর জন্য মেহমানের দো

72.             
দোআর মাধ্যমে খাবার বা পানীয় চাওয়ার ইঙ্গিত করা

73.             
কোনো পরিবারের কাছে ইফতার করলে তাদের জন্য দো

74.              
রোযাদারের নিকট যদি খাবার উপস্থিত হয়আর সে রোযা না ভাঙ্গে তখন তার দোআ করা

75.             
রোযাদারকে কেউ গালি দিলে যা বলবে

76.             
ফলের কলি দেখলে পড়ার দো

77.             
হাঁচির দো

78.             
কাফের ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে যা বলা হবে

79.             
নব বিবাহিতের জন্য দো

80.             
বিবাহিত ব্যক্তির দোআ এবং বাহন ক্রয়ের পর দো

81.              
স্ত্রী-সহবাসের পুর্বের দো

82.             
ক্রোধ দমনের দো

83.             
বিপন্ন লোক দেখলে পড়ার দো

84.             
মজলিসে যা বলতে হয়

85.             
বৈঠকের কাফ্‌ফারা (ক্ষতিপূরণ)

86.             
কেউ যদি বলে, ‘আল্লাহ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দো

87.             
কেউ আপনার সাথে সদাচারণ করলে তার জন্য দো

88.            
আল্লাহ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেন

89.             
যে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহ্‌র জন্য ভালোবাসি’— তার জন্য দো

90.             
আপনাকে কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দো

91.              
কেউ ঋণ দিলে তা পরিশোধের সময় দো

92.             
শির্কের ভয়ে দো

93.             
কেউ যদি বলে, ‘আল্লাহ আপনার উপর বরকত দিন’, তার জন্য দো

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...