Friday 16 August 2019

আর্থিক অসচ্ছলতার কারণে যে বিয়ে করছে না, তার প্রতি ইমাম ফাওযানের নসিহত


·
সৌদি ফাতাওয়া বোর্ড এবং সৌদি আরবের সর্বোচ্চ ‘উলামা পরিষদের প্রবীণ সদস্য, যুগশ্রেষ্ঠ ফাক্বীহ, আশ-শাইখুল ‘আল্লামাহ, ইমাম সালিহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) [জন্ম: ১৩৫৪ হি./১৯৩৫ খ্রি.] প্রদত্ত ফাতওয়া—
উপস্থাপক: “প্রশ্নকারী বলছেন, শাইখ, আমি আমার এক বন্ধুর জন্য নসিহত কামনা করছি। তার অনেক বয়স হয়েছে, আমরা তাকে বিয়ে করার নসিহত করি। কিন্তু সে বলে, ‘এখন জীবিকার মূল্য অনেক চড়া’, ‘আগের মতো অবস্থা এখন নেই’ ইত্যাদি। তো প্রশ্নকারী আপনার কাছে নসিহত চাইছেন।”
শাইখ: “নিঃসন্দেহে (শরিয়তে) জলদি বিবাহ করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। যে ব্যক্তি নিজের ব্যাপারে অশ্লীলতায় নিপাতিত হওয়ার আশঙ্কা করে, তার জন্য সামর্থ্য-সহ বিয়ে করা ওয়াজিব। রাসূল ﷺ বলেছেন, “হে যুব-সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। কারণ বিবাহ চক্ষুকে অবনমিত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আর যে ব্যক্তি ওই সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে। কেননা তা তার জন্য ঢালস্বরূপ (অর্থাৎ, কামভাব প্রশমনকারী)।” [সাহীহ বুখারী, হা/৫০৬৬; সাহীহ মুসলিম, হা/১৪০০]
আর মহান আল্লাহ বলেছেন, “যাদের বিবাহের সামর্থ্য নেই, তারা যেন সংযম অবলম্বন করে, যতক্ষণ না আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করেন।” [সূরাহ নূর: ৩৩] সুতরাং সে যেন জলদি বিবাহ করে।”
·
উৎস:
ফাতওয়ার ভিডিয়ো ক্লিপটি ইউটিউব (محبي الرسول ﷺ) থেকে সংগৃহীত।
·
অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...