Sunday 12 March 2017

Unity of the Muslim Ummah-মুসলিম উম্মাহর ঐক্য

"Unity of the Muslim Ummah" - এই শিরোনামে ডা. জাকির নায়েকের একটা ইংরেজী লেকচার অনুবাদ করে "মুসলিম উম্মাহর ঐক্য" নাম দিয়ে "তাওহীদ পাবলিকেশন্স" থেকে বই হিসেবে ছাপানো হয়েছে। অনুবাদ করেছেন হাফেজ রায়হান কাবীর বিন আব্দুর রাহমান। দাওরা হাদীস, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া। ডা. জাকির নায়েক যা বলেছেন, তার কিছু অংশ তুলে ধরা হলো। উল্লেখ্য, কোটেশান দিয়ে ডা. জাকির নায়েকের বক্তব্যের মূল অংশ এবং মন্তব্য দিয়ে তার উপরে আমার কিছু কথা পেশ করা হয়েছে।
.
(১) "আমি পাক্কা (১০০%) আহলে হাদীস, আপনারা ৮০% বা ৮৫% আহলে হাদীস।"
মন্তব্যঃ এটা অহংকার। আমাদের আলেমরা আহলুল হাদীসের আকিদাহর দিকে আহবান করেন, কিন্তু আজ পর্যন্ত কোন একজন আলেম দাবী করেন নি যে, তিনি ১০০% আহলে হাদীস। শায়খ সালেহ আল-ফাউজান হা'ফিজাহুল্লাহ অহংকার বশত নিজেকে সালাফী বলাকে নাজায়েজ বলে ফতোয়া দিয়েছেন। সেখানে অন্যদেরকে কম পার্সেন্টেজ দিয়ে নিজেকে ১০০% আহলে হাদীস দাবী করা কোন বুদ্ধিমানের কাজ হতে পারে?

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...