Wednesday 30 July 2014

বাংলায় অনুবাদ কুরআনুল কারীম – ফ্রী ডাউনলোড

Untitled-2অনুবাদ করেছেনঃ  প্রফেসর ডঃ মুহাম্মাদ মুজিবুর রহমান

প্রকাশনাঃ  দারুসসালাম পাবলিকেশন্স , সৌদি আরব

    বিসমিল্লা-হির রহমবনির রাহীম
  পবিএ কুআনে সুরা “ক্বামার” মহান আল্লাহ বলেন,  অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্যে ক্বুরআনকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার?কোরআন তিলাওয়াতের যে ফজিলত তা বলে শেষ করা যায় না এ প্রসঙ্গে কুরআন,হাদিসে অনেক আলোচনা এসেছে।কুরআন শরীফ নিজে শিক্ষা করা এবং অন্যেকে শিক্ষা দেয়া উওম।                                                           
  • রাসুলুল্লাহ (ছাঃ)বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যেকে শিক্ষা দেয়। (বোখারী)
  • রাসুলুল্লাহ (ছাঃ)বলেন, তোমরা  কোরআন শরীফ তিলাওয়াত করতে থাক। কারন যারা সবসময় কোরআন তিলাওয়াত করে, কেয়ামতের দিন কোরআন তাদের জন্য সুপারিশ করবে।(মুসলিম)
স্ক্যান কৃত এই কুরআনটি পড়ার জন্য আপনার কম্পিউটারে Adobe Reader সফটওয়্যারটি থাকা আবশ্যক।

   Download/ডাউনলোড [26.6 MB]

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...