অধ্যায় ২ :: হাদিস ১৫৭
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাললাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন (সূর্যের) উত্তাপ বেড়ে
যায়, তখন তোমরা ঠা-া করে নামায আদায় কর (বিলম্ব করে নামায আদায় কর)। কেননা প্রচ-
উত্তাম জাহান্নামের নিঃশ্বাস হতে হয়। -সহীহ্। ইবনু
মাজাহ- (৬৭৮), বুখারী ও মুসলিম।
এ অনুচ্ছেদে
আবূ সা‘ঈদ, আবূ যার, ইবনু উমার, মুগীরা, কাসিম ইবনু সাফওয়ান তাঁর পিতার সূত্রে, আবূ
মূসা, ইবনু ‘আববাস ও আনাস (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। নাবী সাল্লাললাহু ‘আলাইহি
ওয়াসাল্লামের নিকট হতে ‘উমার (রাঃ)- এর একটি বর্ণনাও রয়েছে। কিন্তু এ বর্ণনাটি সহীহ
নয়। আবূ ‘ঈসা বলেনঃ আবূ হুরাইরা বর্ণিত হাদীসটি হাসান সহীহ।
বিশেষজ্ঞদের
একদল গরমের মওসুমে যুহরের নামায বিলম্বে আদায় করা পছন্দ করেছেন। ইবনুল মুবারাক,
আহমাদ ও ইসহাক এই মতের সমর্থক। ইমাম মাফিঈ বলেন, লোকেরা যখন দূরদূরান্ত হতে মাসজিদে
আসে তখন যুহরের নামায ঠান্ডার সময় আদায় করার নির্দেশ রয়েছে। কিন্তু যে ব্যক্তি
একাকি নামায আদায় করে অথবা নিজের গোত্রের মসজিদে নামায আদায় করে- খুব গরমের সময়েও
আমি তার জন্য প্রথম ওয়াক্তে নামায আদায় করা উত্তম মনে করি। আবূ ‘ঈসা বলেনঃ অত্যাধিক
গরমের সময়ে যারা বিলম্বে যুহরের নামায আদায়ের কথা বলেন, তাদের মত অনুসরণযোগ্য।
কিন্তু আবূ যার (রাঃ)-এর হাদীস ইমাম শাফিঈর বক্তব্যের (দূর হতে আসা মুসলস্নীর কারণে
যুহরের নামায ঠান্ডার সময়ে আদায়ের নির্দেশ রয়েছে, কেননা তাতে তাদের কষ্ট কম হবে)
পরিপন্থী। আবূ যার (রাঃ) বলেনঃ ‘‘আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাললাহু ‘আলাইহি
ওয়াসাল্লামের সাথে ছিলাম। বিলাল (রাঃ) যুহরের নামাযের আযান দিলেন। রাসূলুল্লাহ
সাল্লাললাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে বিলাল! শীতল কর (গরমের তীব্রতা কমতে
দাও)। তারপর শীতল করা হল (বিলম্বে নামায আদায় করা হল)।’’
ইমাম শাফিঈর
বক্তব্য অনুযায়ী শীতল করার অর্থ যদি তাই হত তবে এ সময়ে শীতল করার কোন অর্থই হয় না।
কেননা সফরের অবস্থায় সবাই একই স্থানে সমবেত ছিল, দূর হতে কারো আসার কোন প্রশ্নই ছিল
না।
Jami at-Tirmidhi :: What Has Been Related
About Delaying Zuhr In Severe Heat
Part 2 :: Hadith 157
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "In very hot weather,
delay the (Zuhr) prayer until it becomes (a bit) cooler, because the severity of
heat is from the raging of the Hell." (Sahih)
No comments:
Post a Comment