Tuesday 29 July 2014

মুসলিম ব্যক্তির ধর্ম বিশ্বাস (ছবি সহ)-৪


১৬. প্রশ্নঃ মুসলমানদের ভিতরে শির্ক আছে কি?
উত্তরঃ হাঁ, দুঃখ জনক হলেও সত্য যে উহা ব্যাপক ভাবে মুসলমানদের মাঝে বিদ্যমান।
কোরআন হতে দলীলঃ
{وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ} (يوسف: 106)
‘‘অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শির্কও করে।’’ (সূরা ইউসূফঃ ১০৬)
হাদীস হতে দলীলঃ
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِى بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الأَوْثَانَ» (سنن الترمذي)
‘ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মাতের অনেক গোত্র মুশরিকদের সঙ্গে মিলে না যায় ও তাদের দ্বারা মূর্তি পূজা সংঘটিত না হয়।’ (সূনানে তিরমিযী)

Muslimer Aqidah-16
১৭. প্রশ্নঃ আল্লাহ ব্যতীত অন্যকে আহবান বা প্রার্থনা করা যেমন অলী-আউলিয়াকে
আহবান করা বা তার নিকট প্রার্থনা করার বিধান কি?
 উত্তরঃ আল্লাহ ব্যতীত অন্যেকে আহবান বা প্রার্থনা করা শির্ক, যা জাহান্নাম অনিবার্য করে।
কোরআন হতে দলীলঃ
{فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آَخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ} (الشعراء: 213)
‘‘অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।’’ (সূরা শুআরাঃ ২১৩)
হাদীস হতে দলীলঃ
«مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ» (صحيح البخاري)
‘যে ব্যক্তি মৃত্যু বরণ করবে এমতাবস্থায় যে সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রার্থনা করত, সে জাহান্নামে প্রবেশ করবে।।’ (সহীহ বুখারী)
Muslimer Aqidah-17
 ১৮. প্রশ্নঃ দু’আ করা কি আল্লাহর ইবাদাত?
উত্তরঃ হাঁ, দু’আ করাও আল্লাহর ইবাদাত।
কোরআন হতে দলীলঃ
{وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} (غافر:60)
‘‘তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব।’’ (সূরা গাফেরঃ ৬০)
হাদীস হতে দলীলঃ
«الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ»(سنن الترمذي)
‘দু’আ করাও ইবাদাত।’ (সূনানে তিরমিযী)
Muslimer Aqidah-18
১৯. প্রশ্নঃ মৃত ব্যক্তিরা কি আমাদের দু’আ বা ডাক শুনেন?
উত্তরঃ মৃত ব্যক্তিরা আমাদের দু’আ বা ডাক শুনতে পারে না।
কোরআন হতে দলীলঃ
{ إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ} (النمل: 80)
‘‘আপনি মৃতদেরকে এবং বধিরকেও আহবান শোনাতে পারবেন না।’’ (সূরা নামলঃ ৮০)
{وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ} (فاطر:22)
‘‘আপনি কবরে শায়িতদেরকে শুনাতে সক্ষম নন।’’ (সূরা ফাতির ৮০)
হাদীস হতে দলীলঃ
«إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ» (رواه ابو داود والترمذي وأحمد)
‘জমিনে আল্লাহর কিছু ভ্রাম্যমান ফিরেস্তা রয়েছেন যাঁরা আমার নিকট আমার উম্মতের সালাম পৌঁছিয়ে থাকেন।’ (সূনানে আবু দাউদ, তিরমিযী ও মুসনাদে আহমাদ)
Muslimer Aqidah-19
২০. প্রশ্নঃ আমরা কি মৃত ব্যক্তি কিংবা (দূরে অবস্থিত) অদৃশ্য অলীর নিকট বিপদ থেকে উদ্ধারের জন্য সাহায্য চাইতে পারি?
উত্তরঃ না, তাদের নিকট সাহায্য কামনা করা বৈধ নয়, বরং সরাসরি আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে।
কোরআন হতে দলীলঃ
{إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ} (الأنفال:9)
‘‘স্বরণ কর ! যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন।’’ (সূরা নামলঃ ৮০)
হাদীস হতে দলীলঃ
أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- إِذَا كَرَبَهُ أَمْرٌ قَالَ: «يَا حَىُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ» (رواه الترمذي)
‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন কোন বিপদ ও চিন্তায় আক্রান্ত করতো তখন তিনি বলতেনঃ (ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ুমু বিরহমাতিকা আসতাগীছ) হে চিরঞ্জীন ও সর্বনিয়ন্তা আপনার করুণার অসীলায় সাহায্য প্রার্থনা করছি।’ (সূনানে তিরমিযী)
Muslimer Aqidah-20

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...