অধ্যায় ২ :: হাদিস ২০৮
ইসহাক ইবন মূসা আল আনসারী ও কুতায়বা
(র)......... সাঈদ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা কেরন যে, রাসূল ﷺ ইরশাদ করেন তোমরা যখন আযানের আওয়ায শুনবে
তখন মুআযযিন যা বলছে তোমারাও তা বলবে।
এই বিষয়ে আবূ রাফি, আবূ হুরায়রা, উম্মু হাবীব,
আবদুল্লাহ ইবন উমর, আদুল্লাহ ইবন রাবীআ, আইশা, মুআয ইবন আনাস ও মুআবিয়া
রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীছ বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ আবূ সাঈদ
বির্ণতাহদছিটি হাসান ও সহীহ।
মুমার প্রমুখ রাবী যুহরী (র) এর বরাতে মালিক বর্ণিত রিওয়ায়াতের অনুরূপ (২০৮নং)
বর্ণনা কেরছেন। আবদুর রহমান ইবন ইসহাক (র) যুহরী (র) থেকে এই হাদীছটি সাঈদ ইবনুল
মসাইয়িব আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তবে মালিক
বর্ণিত রিওয়ায়াতটি অধিকতর সহীহ।
Jami at-Tirmidhi :: What Has Been Related
About What Is Said [by A Man] When the Mu'adh-dhin Calls The Adhan
Part 2 :: Hadith 208
Abu Sa'eed narrated that :
Allah's Messenger said: "Whenyou hear the call
(to prayer) then say the similar to what the Mu'adh-dhin says" (Sahih)
No comments:
Post a Comment