Saturday 2 August 2014

দুই আযানের মাঝখানে নামায

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ১৮৪
আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিথ আছে, নাবী সাল্লাললাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রত্যেক দুই আযানের মাঝখানে নামায আছে, যে চায় তা আদায় করতে পারে। -সহীহ্। ইবনু মাজাহ- (১১৬২), বুখারী ও মুসলিম।
       এ অনুচ্ছেদে ‘আবদুল্লাহ ইবনযু যুবাইর (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেন, ‘আব্দুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ। মাগরিবের নামাযের পূর্বে (অতিরিক্ত) নামায আদায় সম্পর্কে নাবী সাল্লাললাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাহাবদের মধ্যে মতের অমিল রয়েছে। তাদের কতেকের মত হল, মাগিরবের (আযানের পর এবং ইক্বামাতের) পূর্বে কোন নামায না আদায় করাই শ্রেয়। অপর দিকে একাধিক সাহাবা মাগরিবের আযান ও ইক্বামাতের মাঝখানে দুই রাক‘আত নামায আদায় করতেন। ইমাম আহমাদ ও ইসহাক বলেন, কেউ যদি এ দুই রাক‘আত নামায আদায় করে তবে সে ভালোই করে এ দু‘রাক‘আত আদায় করে নেয়াটা মুস্তাহাব।

Jami at-Tirmidhi :: What Has Been Related About Salat Before Maghrib
Part 2 :: Hadith 184
Abdullah bin Mughaffal narrated that :

the Prophet said: "Between every two calls (to prayer) there is a Salat for whoever wills." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...