অধ্যায় ২ :: হাদিস ১৫৩
‘কুতায়বা ও আল আনসারী (র) .......... আইশা
রাদিয়াল্লাহু আনহ থেকে বর্নণা করেন যে, রাসূল ﷺ ফজরের সালাত আদায় করতেন, পরে
মহিলারা চাদর লেপটে ঘরে ফিরে যেত কিন্তু আঁধারের কারণে তাদের চেনা যেত
না।
কুতায়বা তাঁর রিওয়ায়াতে مُتَلَفِّفَاتٍএর স্থলে مُتَلَفعاتِّ উল্লেখ করেছেন। -সহীহ্। ইবনু মাজাহ- (৬৬৯), বুখারী ও
মুসলিম।
এ অনুচ্ছেদে
ইবনু ‘উমার, আনাস ও ক্বাইলা বিনতু মাখরামা (রাঃ) হতে বর্নিথ হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা
বলেন, ‘আয়িশাহ্ (রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ। যুহরী হাদীসটি উরওয়া হতে তিনি
‘আয়িশাহ্ হতে অনুরূপ বর্ণনা করেছেন। কিছু সাহাবা যেমন, আবূ বাকার ও ‘উমার (রাঃ) এবং
তাদের পরবর্তীগণ অন্ধকার থাকেতই ফযরের নামায আদায় করা মুসত্মাহাব বলেছেন। ইমাম
শাফিঈ, আহমাদ ও ইসহাক একই মত ব্যক্ত করেছেন।
Jami at-Tirmidhi :: What Has Been Related
About Praying Fajr In The Dark
Part 2 :: Hadith 153
Aishah narrated:
"Allah's Messenger would pray Subh (at such
time that) the women would leave (after the prayer)" - AI-AnsarI (one of the
narrators) said - the women would pass by wrapped in their Mirts and they would
not be recognizable due to the darkness." And Qutaibah said: "covered." (instead
of "wrapped.") (Sahih)
No comments:
Post a Comment