Wednesday 30 July 2014

সহীহ আত তিরমিযী – ফ্রী ডাউনলোড

y
মূলঃ ইমাম হাফিয মুহাম্মাদ বিন ঈসা সাওরাহ আত-তিরমযী(রহঃ)
তাহকীকঃ মোহাম্মাদ নাসিরুদ্দিন আলবানী
অনুবাদঃ হুসাইন বিন সোহরাব
সংক্ষিপ্ত বর্ননাঃ সকল প্রশংসা একমাএ মহান আল্লাহর জন্য এবং দুরুদ ও সালাম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি।দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত পূর্ন জীবন বিধান হচ্ছে ইসলাম। আর সহীহ হাদীসের আলোকেই ইসলামকে জানতে এবং বুঝতে হবে। অতএব মুসলমান হিসাবে আমাদেরকে সহীহ হাদীস জানা ও বুঝা একান্ত অপরিহার্য। আমাদের দেশে অধিকাংশ মুসলমান আরবী ভাষা বুঝতে অক্ষম, অথচ কুরআন ও হাদীসের ভাষা আরবী। হাদীসের ভাষা বুঝতে হলে বাঙ্গানুবাদের সাহায্য গ্রহন ব্যতিত বিকল্প কোন পথ নেই। তাই যত বেশি সহীহ হাদীস বঙ্গানুবাদ করা হবে ততই মঙ্গল ।কিন্তু পরিতাপের সাথে বলতে হচ্ছ যে, ইতোপূর্বে হাদীসের প্রসিদ্ধ কিতাব তিরমিযী গ্রস্থ বাংলায় অনুদিত হলেও অনুবাদকগণের কেউই প্রসিদ্ধ তিরমিযী গ্রস্থকে যঈফ মুক্ত করেননি। অতএব সহীহ হাদীসের উপর আমলকারীদের জন্য নরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সচ্ছ চিন্তার অধিকারী বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, নাসির উদ্দীন আলবানী কর্তৃক তাহকীক কৃত সহীহ তিরমিযীর অনুবাদ গ্রন্থ একান্তই কাম্য। যা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সচ্ছ চিন্তার বিকাশ ঘটবে।
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারেএডোব রিডার সফটোওয়্যারটি থাকা অপরিহার্য এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
ফ্রি ডাউনোল করুন

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...