Tuesday 29 July 2014

মুসলিম ব্যক্তির ধর্ম বিশ্বাস (ছবি সহ)-৫


Muslimer Aqidah

২১. প্রশ্নঃ আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট সাহায্য চাওয়া যায়েজ হবে কি?
উত্তরঃ আল্লাহ ব্যতীত আর কারো নিকট সাহায্য চাওয়া যাবেনা।
কোরআন হতে দলীলঃ
{إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} (الفاتحة:5)
‘‘আমরা আপনারই ইবাদাত করি এবং আপনারই নিকট সাহায্য কামনা করি।’’ (সূরা ফাতিহাঃ ৫)
হাদীস হতে দলীলঃ
«إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ»(رواه الترمذي)
‘যখন চাইবে, তখন আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য কামনা করবে তখন আল্লাহর নিকটই কামনা করবে।’ (সূনানে তিরমিযী)
Muslimer Aqidah-21
২২. প্রশ্নঃ আমরা কি উপস্থিত জীবিত ব্যক্তির নিকট সাহায্য চাইতে বা নিতে পারি?

উত্তরঃ হাঁ, শুধু ঐসব ব্যাপারে সাহায্য চাইতে বা নিতে পারব যেসব ব্যাপারে তারা সাহায্য করতে সক্ষম।
কোরআন হতে দলীলঃ
{وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ} (المائدة:2)
‘‘তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না।’’ (সূরা মায়েদাহঃ ২)
হাদীস হতে দলীলঃ
«وَاللَّهُ فِى عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِى عَوْنِ أَخِيهِ»(رواه مسلم)
‘বান্দা যতক্ষণ তাঁর (মুসলিম) ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে আল্লাহও ততক্ষণ তাকে সহযোগিতা করতে থাকেন।’ (সহীহ মুসলিম)
Muslimer Aqidah-22
২৩. প্রশ্নঃ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্নত করা যাবে কি?
উত্তরঃ না, আল্লাহ ব্যতীত আর কারো নামে মান্নত করা যাবে না।
কোরআন হতে দলীলঃ
{رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي} (آل عمران:35)
‘‘হে আমার পালনকর্তা! তোমার উদ্দেশ্যে নযর মানলাম আমার গর্ভস্থ সন্তান, অতএব আমার এই নযর তুমি কবুল কর।’’ (সূরা আলে ইমরানঃ ৩৫)
হাদীস হতে দলীলঃ
«مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ»(رواه البخاري)
‘কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে কোন ইবাদাত করার নযর মেনে থাকে সে যেন উহা পূরণ করে, আর যদি অবাধ্যতা মূলক কাজের নযর মানে সে যেন উহা পূরণ না করে।’ (সহীহ বুখারী)
Muslimer Aqidah-23
২৪. প্রশ্নঃ আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে পশু জবাই করা যাবে কি?
উত্তরঃ না, তা যায়েজ নয়, কেননা উহা বড় শির্ক। যার কারণে একজন মু’মিন মুশরিক হয়ে যায় বা দ্বীন থেকে বাহির হয়ে যায়।
কোরআন হতে দলীলঃ
{فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ} (الكوثر:2)
‘‘অতএব আপনার প্রভূর উদ্দেশ্যে সালাত আদায় করুন ও কুরবানী করুন (অর্থাৎ পশু জবাই করুন)।’’ (সূরা কাউসারঃ ২)
হাদীস হতে দলীলঃ
«لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ»(رواه مسلم)
‘যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে পশু জবাই করে তার উপর আল্লাহ লানত বা অভিশম্পাত করেছেন।’ (মুসলিম)
Muslimer Aqidah-24
২৫. প্রশ্নঃ কবর ত্বওয়াফ করা জায়েয হবে কি?
উত্তরঃ না, কা’বা ছাড়া আর কোথাও ত্বওয়াফ করা জায়েয নয়।
কোরআন হতে দলীলঃ
{وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ} (الحج:29)
‘‘আর তারা যেন সম্মানিত ঘরের (কা’বার) ত্বওয়াফ করে।’’ (সূরা হজ্জঃ ২৯)
হাদীস হতে দলীলঃ
«مَنْ طاَفَ بِالْبَيْتِ سَبْعاً وَصَلَّى رَكْعَتَيْنِ كَانَ كَعِتْقِ رَقَبَةٍ» (رواه ابن ماجه)
‘যে ব্যক্তি বায়তুল্লাহর সাত ত্বওয়াফ পূর্ণ করবে এবং দু-রাকাত সালাত আদায় করবে সে একজন দাস স্বাধীন করার সওয়াব পাবে।’ (সূনানে ইবনে মাজাহ)
Muslimer Aqidah-25
আরও পড়ুন:

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...