Monday 28 July 2014

মুসাফির ও মুকীম ব্যক্তির মোজার উপর মাসাহ্ করা

সহিহ আত্ তিরমিজি :: মুসাফির ও মুকীম ব্যক্তির মোজার উপর মাসাহ্ করা অনূচ্ছেদ

অধ্যায় ১ :: হাদিস ৯৫
খুযাইমাহ্ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী (সাঃ)-এর নিকট মোজার উপর মাসাহ্করা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ মুসাফিরের জন্য তিন (দিন) এবং মুকীমের জন্য এক (দিন)। -সহীহ্। ইবনু মাজাহ-(৫৫৩)
ইয়াহ্ইয়া ইবনু মাঈন হতে বর্ণিত আছে যে, তিনি উপরোক্ত হাদীসকে সহীহ্ বলেছেন। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ্। আবু আব্দুল্লাহ্আল-জাদালীর নাম আবদ ইবনু আবদ, এও বলা হয়েছে যে, তার নাম আব্দুর রহমান ইবনু আবদ। এ হাদীসটি হাসান সহীহ্। এ অনুচ্ছেদে আলী, আবু বাকর, আবু হুরাইরাহ, সাফওয়ান ইবনু আসসাল, আওফ ইবনু মালিক, ইবনু উমার ও জারীর (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে।

Jami at-Tirmidhi ::  What Has Been Related About Wiping Over The Two Khuff For The Traveler and the Resident
Part 1 :: Hadith 95
Khuzaimah bin Thabit narrated:

"The Prophet was asked about wiping over the Khuff. So he said: "Three (days) for the traveler, and one day for the resident." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...