অধ্যায় ২ :: হাদিস ২১১
মুহাম্মদ ইবন সাকহল ইবন আসকার আল বাগদাদী ও
ইবরাহীম ইবন ইয়াকুব ﷺ.......
জাবির ইবন আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ননা করেন যে রাসূল ﷺ ইরশাদ করেন, যে ব্যক্তি আযান শুনে
নিম্নের দুআটি পড়বে কিয়ামতের দিন তাঁর জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। দুআটি
এইঃ.....
اللَّهُمَّ
رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ إِلَّا حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ
قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ لَا نَعْلَمُ أَحَدًا رَوَاهُ غَيْرَ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ وَأَبُو حَمْزَةَ اسْمُهُ دِينَارٌ
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ জাবির
রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীছটি হাসান এবং মুহাম্মাদ ইবনুল মুনকাদিরের রিওয়ায়াত হিসাবে গরীব।শুআযব ইবন আবী
হামযা ছাড়া ইবনুল মুনকাদিরক থেকে আর কেউ এ হাদছিটি রিওয়ায়াত করেছেন বলে আমরা জানি
না।
Jami at-Tirmidhi :: Something Else
Part 2 :: Hadith 211
Jabir bin Abdullah narrated that :
Allah's Messenger said: "Whoever says, when he
hears the call: (Allahumma, rabba hadhihidda 'watit-tammati was Salatilqa'imah,
ati Muhammadanil wasilata wal-Fadilata, wab'athhu Maqamun Mahmudan alladhi
wa'adtahu) 'O Allah! Lord of this perfect call and established prayer, grant
Muhammad Al-Wasilah and Al-Fadilah, and raise him to the praised station that
you promised him' - then intercession on the Day of Resurrection is made lawful
for him." (Sahih)
No comments:
Post a Comment