Monday 28 July 2014

নাপাকীর গোসল

সহিহ আত্ তিরমিজি :: নাপাকীর গোসল অনূচ্ছেদ

অধ্যায় ১ :: হাদিস ১০৩
ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্নিত আছে তিনি তাঁর খালা মাইমূনা (রাঃ)- এর সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নবী সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নামের জন্য গোসলের পানি রাখলাম। তিনি সহবাসজনিত নাপাকির গোসল করলেন। তিনি বাঁ হাত দিয়ে পানির পাত্র ডান হাতের উপযর কাত করলেন, এভয় হাত কব্জি পর্যমত্ম ধুলেন, অতঃপর পানির পাত্রে হাত ঢুকিয়ে পানি তুলে লজ্জাস্থানে দিলেন, অতঃপর দেয়ালে অথবা মাটিতে হাত ঘষলেন, অতঃপর কুলি করলেন, নাকে পানি দিলেন এবং মুখম-ল ও উভয় হাত কনুই পর্যন্ত ধুলেন, অতঃপর তিনবার মাথায় পানি ঢাললেন। অতঃপর সমস্ত শরীরে পানি ঢাললেন। অতঃপর  গোসলের) জায়গা থেকে সরে গিয়ে পা দুটো ধুলেন। -সহীহ্। ইবনু মাজাহ- (৫৭৩), বুখারী ও মুসলিম।
আবু ‘ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ্। এ অনুচ্ছেদে উম্মু সালামাহ্, জাবির, আবূ সা‘ঈদ, জুবাইর ইবনু মুত‘ইম ও আবূ হুরাইরাহ্ (রাঃ) হতেও বর্ণিত হাদীস রয়েছে।

Jami at-Tirmidhi :: What Has Been Related About Ghusl For Janabah
Part 1 :: Hadith 103
Ibn 'Abbas narrated that his maternal aunt Maimunah said:
"I prepared some water for the Prophet to perform Ghusl for Janabah with. So he turned the vessel with his left hand, (pouring some water) over his right. Then he washed his hands. Then he entered his hand into the vessel to pour water over his private area, then he rubbed his hands on the wall, or the ground. Then he rinsed out his mouth and washed his nose by putting water in and blowing it out, and washed his face and forearms. Then he poured water over his head three times, then he poured water over the remainder of his body, then he moved from where he was and washed his feet." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...