Wednesday 30 July 2014

যাদু ও তার প্রতিকার বিষয়ক বাংলা ভাষায় একমাত্র বই


শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।

small-jadu1
মূলঃ শাইখ ওয়াহিদ বিন আবদুস সালাম বালী
অনুবাদঃ মুহাম্মদ আবদুর রব আফফান
সংক্ষিপ্ত বর্ণনাঃ যাদু শিক্ষা দেয়া বা শিক্ষা নেয়া শুধু কবীরা গুনাহই নয়। বরং তা শির্ক এবং কুফর ও বটে। আল্লাহ তা’আলা বলেনঃ
وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ
“ সুলাইমান (আঃ) কুফরি করেননি, তবে শয়তানরই কুফরি করেছেন তারা লোকদেরকে যাদু শেখাতো বাবেল শহরে বিশেষ করে হারুত-মারুত ব্যক্তিদ্বয়কে। (জিব্রীল ও মীকাঈল) ফিরিশতাদ্বয়ের উপর কোন যাদু অবতীর্ন করা হয়নি ( যা ইহুদিরা ধারণা করতো)। তবে উক্ত ব্যক্তিদ্বয় কাউকে যাদু শিক্ষা দিতো না যতক্ষণ না তারা বলতো, আমরা পরীক্ষাস্বরুপ মাত্র, অতত্রব তোমরা ( যাদু শিখে ) কুফরী করো না”। (সূরাহ বাকারাহঃ ১০২)
যাদুকরের শাস্তি হচ্ছে, কারো ব্যাপারে তা সত্যিকারভাবে প্রমাণিত হয়ে গেলে তাকে শাস্তিস্বরুপ হত্যা করা। এ ব্যাপারে সাহাবাদের ঐক্যমত রয়েছে। শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালীর রচিত ‘যাদুকর ও জ্যেতিষির গলায় ধারালো তরবারী’ বইটিতে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছেঃ
• যাদুর পরিচয়।
• যাদুর প্রমান।
• যাদুর প্রকারভেদ।
• যাদুকরের জ্বিন হাজির করার পদ্ধতি।
• ইসলামে যাদুর হুকুম।
• কেরামত, মু’জেযা ও যাদুর মধ্যে পার্থক্য।
• একটি সংশয় ও তার নিরাসন।
• কোন কোন পদ্ধতিতে যাদু করা হয়।
• যাদু দিয়ে মানুষের কি কি ক্ষতি করা যায়।
• যাদুর প্রতিকার বিবরণ সহ
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন

1 comment:

  1. আমি ব্যাকুলভাবে জানতে চাই যে, এমন কেউ আছেন কি, যিনি আল্লাহর রহমতে কোনকিছু না শুনেই শুধু দেখেই বলতে পারবেন কি হয়েছে, কিভাবে এবং কি কারনে হয়েছে এমনকি কে করেছে????
    আমি বা আমাদের পরিবার হয়তো আমার জন্মের পূর্ব থেকে আক্রান্ত এবং যার ফল আমি বেশী ভোগ করে যাচ্ছি। আমি ধর্মভীরু একটু বেশী আমল করি তারপরও নরকের জীবনযাপন করে যাচ্ছি।
    কারো ভেতর বিন্দুমাত্র দয়ামায়া থাকলে আমাকে উপকার করুন।

    ReplyDelete

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...