Wednesday 30 July 2014

ইশার নামায রাতের একতৃতীয়াংশ অথবা অর্ধরাত পর্যন্ত দেরি করে আদায়ের নির্দেশ

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ১৬৭
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন নাবী সাল্লাললাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি আমি আমার উম্মাতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম তাহলে তাদেরকে ‘ইশার নামায রাতের একতৃতীয়াংশ অথবা অর্ধরাত পর্যন্ত দেরি করে আদায়ের নির্দেশ দিতাম।-সহীহ্। ইবনু মাজাহ- (৬৯১)।
       এ অনুচ্ছেদে জাবির ইবনু মামুরা, জাবির ইবনু আবদুল্লাহ, আবূ বারযা, ইবনু ‘আববাস, আবূ সা‘ঈদ খুদরী, যাইদ ইবনু খালিদ ও ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেনঃ আবূ হুরাইরা (রাঃ)- এর হাদীসটি হাসান সহীহ। বেশিরভাগ সাহাবা, তাবিঈন ও তাবা-তাবিঈন ‘ইশার নামায দেরিতে আদায় করা পছন্দ করেছেন। ইমাম আহমাদ ও ইসহাক এ অভিমত গ্রহণ করেছেন।

Jami at-Tirmidhi ::  What Has Been Related About Delaying The Last Isha Prayer
Part 2 :: Hadith 167
Abu Hurairah narrated that :

Allah's Messenger said: "If it were not that it would be a hardship on my Ummah, then I would have ordered you to delay Isha until the third of the night, or its half." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...