অধ্যায় ২ :: হাদিস ১৮৭
ইবনু ‘আববাস (রাঃ) হবের্ণিত আছে, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাললাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ভয় অথবা বৃষ্টিজনিত কারণ ছাড়াই
মাদীনাতে যুহর ও আসরের নামায একত্রে এবং মাগরিব ও ‘ইশার নামায একত্রে আদায় করেছেন।
সা‘ঈদ ইবনু যুবাইর বলেন, ইবনু ‘আববাস (রাঃ)-কে প্রশ্ন করা হল, এরূপ করার পেছনে তাঁর
(রাসূলুল্লাহ সাল্লাললাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কি উদ্দেশ্য ছিল? তিনি বললেন,
উম্মাতের অসুচিবধা হ্রাস করাই তাঁর উদ্দেশ্য ছিল। -সহীহ্। ইরওয়া- (১/৫৭৯), সহীহ্ আবূ দাঊদ- (১০৯৬), মুসলিম।
এ অনুচ্ছেদে
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেনঃ ইবনু ‘আববাসের হাদীসটি
তাঁর নিকট হতে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। জাবির ইবনু যাইদ, সা‘ঈদ ইবনু যুবাইর এবং
‘আবদুল্লাহ ইবনু শাকীকও এ হাদীসটি তাঁর নিকট হতে বর্ণনা করেছেন। ইবনু ‘আববাসের
সূত্রে নাবী সাল্লাললাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হতে ভিন্নরূপও বর্ণিত হয়েছে।
Jami at-Tirmidhi :: What Has Been Related
About Combining Two Prayers While [A Resident]
Part 2 :: Hadith 187
Ibn Abbas said:
"Allah's Messenger combined the Zuhr and Asr
(prayers), and the Maghrib and Isha (prayers) in Al-Madinah, without being in a
state of fear, nor due to rain." (Sahih)
No comments:
Post a Comment