Wednesday 30 July 2014

নবী (ছাঃ) এর জীবনী গ্রন্থ আর-রাহিকুল মাখতুম

 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
 Ar-Raikul-Makhtum
মুল শাইখুল হাদীস আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহঃ)
 সাবেক অধ্যপক,মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
[বিশ্বনাবী মুহাম্মাদ (সাঃ)-এর বিশ্বখ্যাত জীবনী গ্রন্থ]
  ১৯৮৭ সালে রাবেতা আল-আলম আল-ইসলামী আয়ো্রজিত নাবী (সাঃ)-এর জীবনীর উপর আর্ন্তজাতিক প্রতিযোগিতায়১১৮২টি গ্রন্থের মধ্যে প্রথম স্থান অধিকারী স্মারক গ্রন্থ।
সংক্ষিপ্ত বর্ননাঃ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য. যিনি আমাদেরকে মুসলিম হিসেবে পাঠিয়েছেন।সেই সাথে নাবী(সাঃ)এর উপর শান্তি বর্ষিত হোক যার মাধ্যমে আমরা দ্বীনকে পেয়েছি।যিনি দিনকে এক দীপ্তময় আলোক-বাতিক এবং দিবালোকের ন্যায় সুস্পষ্ট প্রমানাদির উপর প্রতিষ্ঠিত করে গেছেন যার রাতও দিবালকের ন্যায় আলোকোজ্জ্বল। নাবী(সাঃ)-এর আর্দশ হচ্ছে আমাদের আর্দশ।সেই আর্দশের বিভিন্ন দিক সর্ম্পকে আলোচনা করা এবং পুস্তকারে তা লিপিবদ্ধ করার প্রচেষ্টা নাবী(সাঃ) আবির্ভাবের পর থেকেই মানুষের মধ্যে প্রতিযোগিতা চলে আসছে এবং তা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। তাই আমাদের প্রায়োজন কুরআন ও সুন্নাহ ভিত্তিক পূর্নাঙ্গ এমন একটি জীবন ব্যবস্থার যেখানে ঘাটতির কোন অবকাশ নেই। সুতরাং নবী(সাঃ)-এর আর্দশে জীনেকে গড়ে তুলতে হবে।আল্রাহ যেন আমাদেরকে নবী(সাঃ)এর প্রতি ভালবাসা এবং দ্বীনের উপর মৃত্যু পর্যন্ত অটল রাখে।আমিন
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন
ফ্রি ডাউনোল করুন

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...