Monday 11 August 2014

যখনই কোন বান্দা আল্লাহ্র উদ্দেশ্যে সিজদা করে

সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৩৮৮
আবূ আম্মার ()...... মা’দান ইবন তালহা আল-ইয়ামুরী () থেকে বর্ণিত যে, তিনি বলেন: রাসূল -এর সঙ্গে আমি সাক্ষ্যাত করেছিলাম। তখন তাকে বললাম, আমাকে এমন একটি আমলের কথা  বলে দিন যদ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন এবং আমাকে জান্নাতে দাখিল করবেন। তিনি কতক্ষণ চুপ রইলেন। এরপর আমার দিকে ফিরে বললেন : তুমি সিজ্দা করবে। কেননা আমি রাসূল -কে বলতে শুনেছি, যখনই কোন বান্দা আল্লাহ্র উদ্দেশ্যে সিজদা করে, তখনই এতে আল্লাহ্ তা’আলা তার দরজা বুলন্দ করে দেন এবং তার গুনাহ মাফ করে দেন।

Jami at-Tirmidhi :: What Has Been Related About Performing Many Bowings and Prostrations [And Its Virtues]
Part 2 :: Hadith 388
Ma'dan bin Talhah Al Yamari said:

"I met Thawban the freed slave of Allah's Messenger (S) and said to him, 'Guide me to a deed by which Allah benefit me, and for which Allah will admit me into Paradise.' He was silent for quite a while, then he turned to me and said: 'Perform prostrations, for I heard Allah's Messenger (S) saying: 'No worshipper performs a prostration to Allah except that by it, Allah will raise him a level, and erase a sin from him for it.'" (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...