Wednesday 13 August 2014

যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত বার রাক’আত সুন্নাত আদায় করবে



সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৪১৪
মুহাম্মদ ইবন রাফি রাদিয়াল্লাহু আনহ ........... আয়েশা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, রাসূল ইরশাদ করেন : যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত  বার রাক’আত সুন্নাত আদায় করবে, আল্লাহ তা’আলা জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দিবেন : যোহরের পূর্বে চার রাকআত, এরপর দু’রাকআত, মাগরিবের পর দু’রাকআত এশার পর দু’রাকআত, ফজরের পূর্বে দু’রাকআত।

قَالَ وَفِي الْبَاب عَنْ أُمِّ حَبِيبَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي مُوسَى وَابْنِ عُمَرَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَمُغِيرَةُ بْنُ زِيَادٍ قَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ
  এই বিষয়ে উম্মু হাবীবা, আবূ হুরায়রা, আবূ মূসা ইবন উমর রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস বর্ণিত আছে।
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন: আয়েশা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি এই সনদে গারীব।
  কতক হাদীস বিশেষজ্ঞ রাবী মুগীরা ইবন যিয়াদের স্মরণশক্তির সমালোচনা করেছেন।

Jami at-Tirmidhi ::  What Has Been Related About One Who Prays Twelve Rak'ah Of Sunnah In A and Night, And What Virtues He Will Have For That
Part 2 :: Hadith 414
Aishah narrated that Allah's Messenger (S) said:

"Whoever is regular with twelve Rak'ah of Sunnah (prayer), Allah will build a house form him in Paradise: Four Rak'ah before Zuhr, two Rak'ah after it, two Rak'ah after Maghrib, two Rak'ah after Isha, and two Rak'ah before Fajr." (Hasan)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...