Thursday 14 August 2014

ফজরের দু’রাকআত সুন্নাত পড়তে

সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৪২২
মুহাম্মাদ ইবন আমর আস্-সাওয়াক () ........ কায়স রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, একদিন রাসূল ঘর থেকে বের হয়ে এলেন। সালাতের ইকামত দেওয়া হলো, আমিও তাঁর সঙ্গে ফজরের সালাত আদায় করলাম। সালাত থেকে ফিরে তিনি আমাকে সালাতরত দেখতে পেলেন। বললেন : হে কায়স ! থাম, এইই সাথে দুই সালাত পড়ছ ! আমি বললাম : হে আল্লাহর রাসূল ! আমি ফজরের দু’রাকআত সুন্নাত পড়তে পারিনি। তিনি বললেন : তা হলে অসুবিধা নেই।

قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ لَا نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلَّا مِنْ حَدِيثِ سَعْدِ بْنِ سَعِيدٍ و قَالَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ سَمِعَ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ مِنْ سَعْدِ بْنِ سَعِيدٍ هَذَا الْحَدِيثَ وَإِنَّمَا يُرْوَى هَذَا الْحَدِيثُ مُرْسَلًا وَقَدْ قَالَ قَوْمٌ مِنْ أَهْلِ مَكَّةَ بِهَذَا الْحَدِيثِ لَمْ يَرَوْا بَأْسًا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَكْتُوبَةِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ قَالَ أَبُو عِيسَى وَسَعْدُ بْنُ سَعِيدٍ هُوَ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ قَالَ وَقَيْسٌ هُوَ جَدُّ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ وَيُقَالُ هُوَ قَيْسُ بْنُ عَمْرٍو وَيُقَالُ هُوَ قَيْسُ بْنُ قَهْدٍ وَإِسْنَادُ هَذَا الْحَدِيثِ لَيْسَ بِمُتَّصِلٍ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ لَمْ يَسْمَعْ مِنْ قَيْسٍ وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فَرَأَى قَيْسًا وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ

  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : সা’দ ইবন সাঈদের সনদ ব্যতীত মুহাম্মাদ ইবন ইবরাহীম ()-এর হাদীস সম্পর্কে আমাদের কিছু জানা নাই।
  সুফইয়ান ইবন উয়ায়না বলেন: আতা ইবন আবী রাবাহ এই হাদীসটি সা’দ ইবন সাঈদ () থেকে রিওয়ায়াত করেছেন। এই হাদীসটি সুরসাল হিসারে বর্ণিত।
  মক্কাবাসী আলিমগণ এই হাদীস  অনুসারে অভিমত দিয়েছেন। তারা সূর্যোদয়ের পূর্বে ফরজের পর দু’রাকআত কাবলাল ফজর সুন্নাত আদায় করায় কোন অসুবিধা আছে বলে মনে করেন না।
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : এই স’দ ইবন সাঈদ হলেন ইয়াহইয়া ইবন সাঈদ আল-আনসারী ()-এর ভাই।
  কায়স রাদিয়াল্লাহু আনহ হলেন ইয়াহিয়া ইবন সাঈদ-এর পিতামহ। বলা হয় তিনি হলেন কায়স ইবন আমর : কথিত আছে যে, তিনি হলেন কায়স ইবন ফাহ্দ।
  এই হাদীসটির সনদ মুত্তাসিল নয়। রাবীুমুহাম্মাদ ইবন ইবরাহীম আত্-তায়মী () সরাসরি কায়স রাদিয়াল্লাহু আনহ থেকে বের হয়ে কায়স রাদিয়াল্লাহু আনহ-কে দেখলেন.......
  আর বক্তব্যটি আবদুল আযীয ....... সা’দ ইবন সাঈদ সূত্রে বর্ণিত বক্তব্য থেকে অধিক নির্ভরযোগ্য।

Jami at-Tirmidhi :: What Has Been Related About One Who Misses The Two Rak'ah Before Fajr Praying Them After The Subh Prayer
Part 2 :: Hadith 422
Qais narrated:

"Allah's Messenger (S) went out and the Iqamah was called for the Salat so I prayed As-Subh with him. Then the Prophet (S) turned and found me performing Salat so he said: 'Easy O Qais! Are there two prayers together?' I said: 'O Messenger of Allah! I did not perform the two Rak'ah (before) Fajr.' He said: 'Then there is no harm.'" (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...