Thursday 14 August 2014

আল্লাহ তা’আলা তার উপর দশবার রহমত করবেন।



সহিহ আত্ তিরমিজি :: বিতরের স্বলাত বা কিতাবুল বিতর অধ্যায়
অধ্যায় ৩ :: হাদিস ৪৮৫
আলী ইবন হুজর () ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে, রাসূল ইরশাদ করেন : যে, ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে,  আল্লাহ তা’আলা তার উপর দশবার রহমত করবেন।

قَالَ وَفِي الْبَاب عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَعَامِرِ بْنِ رَبِيعَةَ وَعَمَّارٍ وَأَبِي طَلْحَةَ وَأَنَسٍ وَأُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرُوِي عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ وَغَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ قَالُوا صَلَاةُ الرَّبِّ الرَّحْمَةُ وَصَلَاةُ الْمَلَائِكَةِ الِاسْتِغْفَارُ
  এই বিষয়ে আবদুর রহমান ইবন আওফ, আমির ইবন রাবীআ, আম্মার, আবূ তালহা, আনাস উবাই ইবন কা’ব রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস বর্ণিত আছে।
   ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
   সুফইয়ান সাওরী () এবং আরো একাধিক আলিম থেকে বর্ণিত আছে যে, তাঁরা বলেন, আল্লাহ্ কর্তৃক সালাত পাঠ করা অর্থ হল রহমত নাযিল করা আর ফেরেশতাগণ কর্তৃক সালাত পঠ করা অর্থ হ’ল মাগফিরাত কামনা করা।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Virtues Of Sending Salat Upon The Prophet
Part 3 :: Hadith 485
Abu Hurairah narrated that :

Allah's Messenger said: "Whoever sends Salat upon me, Allah sends Slat upon him ten times." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...