Friday 15 August 2014

নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের গুঁড়ির সাথে ভর দিয়ে জুমু’আর বক্তৃতা করতেন



সহিহ আত্ তিরমিজি :: মিম্বারের উপর দাড়িয়ে খুতবা দেওয়া অনূচ্ছেদ
অধ্যায় ৪ :: হাদিস ৫০৫
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের গুঁড়ির সাথে ভর দিয়ে জুমু’আর বক্তৃতা করতেন । যখন মিম্বার তৈরি করা হল খেজুরের গুঁড়িটা কাঁদতে লাগল। তিনি গাছটির নিকট গেলেন এবং তা স্পর্শ করলেন । ফলে এটা চুপ করল । -সহীহ । সহীহাহ- (২১৭৪), বুখারী ।
এ অনুচ্ছেদে আনাস, জাবির, সাহল ইবনু সা’দ, উবাই ইবনু কা’ব, ইবনু ‘আব্বাস ও উম্মু সালামা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে । আবূ ‘ঈসা বলেনঃ ইবনু ‘উমারের হাদিসটি হাসান, গারীব সহীহ । মু’আয ইবনুল ‘আলা বাসরার অধিবাসী, তিনি আবূ ‘আমর ইবনুল আলা এর ভাই।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Khutbah On the Minbar
Part 4 :: Hadith 505
Ibn Umar narrated:

"The Prophet would give the Khutbah next to the trunk of a date palm. When he [the Prophet] began using the Minbar the trunk cried out for him until he came to it and held it, so it became quiet." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...