Monday 11 August 2014

: কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তার জন্য উত্তম।



সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৩৭১
আলী ইবন হুজর () ....... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন : আমি রাসূলুল্লাহ -কে বসে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন : কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তার জন্য উত্তম। বসে সালাত আদায় করলে সে দাঁড়িয়ে সালাত আদায় করার অর্ধিক সওয়াব পাবে। আর শুয়ে সালাত আদায় করলে সে বসে সালাত আদায়ের অর্ধেক সওয়াব পাবে।

قَالَ وَفِي الْبَاب عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَنَسٍ وَالسَّائِبِ وَابْنِ عُمَرَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ بِهَذَا الْإِسْنَادِ إِلَّا أَنَّهُ يَقُولُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةِ الْمَرِيضِ فَقَالَ صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ
 এই বিষয়ে আবদুল্লাহ ইবন আমর, আনাস ইয়াযীদ ইবন সায়িব (এবং ইবন উমর) রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস বর্ণিত আছে।
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : ইমরান : ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
 এই হাদীসটি উক্ত সনদে ইবরাহীম ইবন তাহমানের বরাতেও বর্ণিত আছে। তবে তিনি বর্ণনা করেন যে, ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহ বলেন : রাসূল -কে আমি অসুস্থ ব্যক্তির সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন : সেও দাঁড়িয়ে সালাত আদায় করবে, তা সম্ভম না হলে বসে পড়বে আর তাও সম্ভম না হলে শুয়ে সালাত আদায় করবে।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Salat While Sitting Is Half Of The Salat While Standing
Part 2 :: Hadith 371
Imran bin Husain narrated:

"I asked Allah's Messenger (S) about the Salat for a man who is sitting. He said: 'Whoever performs Salat while standing then that is more virtuous. And whoever performs Salat while sitting, then he gets half the rewards of the one standing, and whoever performs Salat while lying down, then he gets half the rewards of the one sitting.'" (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...