Saturday 16 August 2014

খুতবা চলাকালে কথাবার্তা বলা মাকরূহ



সহিহ আত্ তিরমিজি :: খুতবা চলাকালে কথাবার্তা বলা মাকরূহ অনূচ্ছেদ
অধ্যায় ৪ :: হাদিস ৫১২
‘আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি জুমু’আর দিনে ইমামের খুতবা দানকালে (অন্যকে) বলল, ‘চুপ কর’ সে অকারনে কথা বলল । -সহীহ । ইবনু মাজাহ- (১১১০), বুখারী ও মুসলিম
       এ অনুচ্ছেদে ইবনু আবূ আওফা ও জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে ।
       আবূ ‘ঈসা বলেনঃ আবূ হুরাইরার হাদিসটি হাসান সহীহ । বিশেষজ্ঞগণ এ হাদীসের উপর আমল করেছেন । তাড়া ইমামের খুতবা চলাকালে কথা বলাকে মাকরূহ বলেছেন । যদি কেউ কথা বলে তবে হাত দিয়ে ইশারায় তাকে থামিয়ে দিবে । কিন্তু তারা সালামের উত্তর দেওয়া ও হাঁচির জবাব দেওয়ার ব্যাপারে পার্থক্য করেছেন । ইমাম আহমাদ ও ইসহাক ইমামের খুতবা চলার সময়ে সালামের উত্তর দেওয়া ও হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলার সম্মতি দিয়েছেন । একদল তাবিঈ এটাকে মাকরূহ বলছেন । ইমাম শাফিঈ এই মত গ্রহন করেছেন ।

Jami at-Tirmidhi :: What Has Been Related About If Being Disliked to Talk While The Imam Is Delivering The Khutbah
Part 4 :: Hadith 512
Abu Hurairah narrated that :

Allah's Messenger said: "Whoever said: 'Be quiet' while the Imam is giving the Khutbah then he has committed Laghw (useless activity)." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...