Monday 11 August 2014

সালাতরত অবস্থায় সালাম দিলে

সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৩৬৮
. মাহমূদ ইবন গায়লান () .... ইবন উমর রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, তিনি বলেন : আমি বিলালকে বললাম, সালাতরত অবস্থায় সালাম দিলে রাসূল কিভাবে এর জওয়াব দিতেন? তিনি বললেন : তখন হাতে ইশারা করতেন।

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَحَدِيثُ صُهَيْبٍ حَسَنٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ اللَّيْثِ عَنْ بُكَيْرٍ وَقَدْ رُوِيَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قُلْتُ لِبِلَالٍ كَيْفَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ حَيْثُ كَانُوا يُسَلِّمُونَ عَلَيْهِ فِي مَسْجِدِ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ قَالَ كَانَ يَرُدُّ إِشَارَةً وَكِلَا الْحَدِيثَيْنِ عِنْدِي صَحِيحٌ لِأَنَّ قِصَّةَ حَدِيثِ صُهَيْبٍ غَيْرُ قِصَّةِ حَدِيثِ بِلَالٍ وَإِنْ كَانَ ابْنُ عُمَرَ رَوَى عَنْهُمَا فَاحْتَمَلَ أَنْ يَكُونَ سَمِعَ مِنْهُمَا جَمِيعًا
 ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : এই হাদীসটি হাসান-সহীহ। সুহায়ব () বর্ণিত হাদীসটি (৩৬৫ নং) হাসান। এটি লায়স ইবন বুকায়র ()-এর সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই।
 যায়দ ইবন আসলাম রাদিয়াল্লাহু আনহ-এর সূত্রে ইবন উমর রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন: আমি বিলাল রাদিয়াল্লাহু আনহ-কে জিজ্ঞাসা করেছিলাম বনূ আমর ইবন আওফ-এর মসজিদে সালাতরত অবস্থায় রাসূল -কে সালাম দিলে তিনি কিভাবে-এর উত্তর দিয়েছিলেন ? বললেন : ইশারায় জবাব দিতেন।
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  বলেন : বিলাল সুহায়ব উভয়ের হাদীস ইবন উমর রাদিয়াল্লাহু আনহ রিওয়ায়াত করেছেন বটে, তবে আমার নিকট উভয় হাদীসই সহীহ। বিলাল-এর হাদীসটির প্রেক্ষাপট সুহায়ব-এর হাদীসটির প্রেক্ষাপট থেকে ভিন্ন। সম্ভবত ইবন উমর রাদিয়াল্লাহু আনহ উভয়ের নিকট থেকেই হাদীস শুনেছেন।

Jami at-Tirmidhi :: What Has Been Related About Making Signals During Salat
Part 2 :: Hadith 368
Ibn Umar narrated:

"I said to Bilal: 'How did the Prophet (S) reply to them when they gave him Salams and he was performing Salat?' He said: 'He would motion with his hand.'" (Hasan)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...