Saturday 16 August 2014

ইমামের খুতবা চলাকালে পায়ের নলা জড়িয়ে বসা মাকরূহ



সহিহ আত্ তিরমিজি :: ইমামের খুতবা চলাকালে পায়ের নলা জড়িয়ে বসা মাকরূহ অনূচ্ছেদ
অধ্যায় ৪ :: হাদিস ৫১৪
সাহল ইবনু মুআয (রাঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জুমু’আর দিনে ইমামের খুতবা চলার সময়ে দুই হাতে (পায়ের) নলা জড়িয়ে ধরে বসতে নিষেধ করেছেন । -হাসান । মিশকাত- (১২৯৩), সহীহ আবূ দাঊদ- (১০১৭) ।
       আবূ ‘ঈসা বলেনঃ এ হাদিসটি হাসান । একদল বিদ্বান জুমু’আর দিনে ইমাম খুতবা দান কালে পায়ের নলা জড়িয়ে ধরে বসাকে মাকরূহ বলেছেন, কিছু কিছু বিদ্বান এর অনুমতি দিয়েছেন । আব্দুল্লাহ ইবনু উমার তাদের একজন । ইমাম আহমাদ ও ইসহাকের এটাই অভিমত ।

Jami at-Tirmidhi :: What Has Been Related About Al-Habwah Being Disliked While The Imam Is Delivering The Khutbah
Part 4 :: Hadith 514
Sahl bin Ma'adh narrated from his father:

"The Prophet prohibited Al-Habwah on Friday while the Imam is delivering the Khutbah." (Hasan)

1 comment:

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...