Monday 11 August 2014

পুরুষদের ক্ষেত্রে হল সুবহানাল্লাহ পাঠ আর মহিলাদের ক্ষেত্রে হল হাততালি দেওয়া



সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৩৬৯
হান্নাদ রাদিয়াল্লাহু আনহ......... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে, রাসূল ইরশাদ করেছেন, পুরুষদের ক্ষেত্রে হল সুবহানাল্লাহ পাঠ আর মহিলাদের ক্ষেত্রে হল হাততালি দেওয়া।

قَالَ وَفِي الْبَاب عَنْ عَلِيٍّ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَجَابِرٍ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عُمَرَ و قَالَ عَلِيٌّ كُنْتُ إِذَا اسْتَأْذَنْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي سَبَّحَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَقُ
 এই বিষয়ে আলী, সাহল ইবন সা’দ, জাবির, আবূ সাঈদ এবং ইবন উমর রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস বর্ণিত আছে।
 আলী রাদিয়াল্লাহু আনহ বলেন, রাসূল -এর কাছে প্রবেশের অনুমতি চাইতাম, তিনি তখন সালাতরত থাকলে সুবহানাল্লাহ পাঠ করতেন।
 ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
 আলিমগণ এতদনুসারেই আমল গ্রহণ করেছেন। (ইমাম আবূ হানীফা), আহমদ ইসহাকও এই অভিমত ব্যক্ত করেছেন।
. সালাতরত অবস্থায় ইমামকে কোন বিষয়ে সতর্ক করার প্রয়োজন দেখা দিলে পুরুষগণ সুবহানাল্লাহ বলবে এবং মহিলাগণ বাম হাতের পিঠে ডান হাত মেরে তালি বাজাবে।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The 'The Tasbih Is For The Men And Clapping Is For The Women'
Part 2 :: Hadith 369
Abu Hurairah narrated that:

Allah's Messenger said: "The Tasbih is for the men and clapping is for the women." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...