Thursday 14 August 2014

যোহরের পূর্বে চার রাকআত (সুন্নাত) আদায়

সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৪২৬
আবদুল ওয়ারিস ইবন উবাযদুল্লাহ আল-আতাকী আল-মারওয়াযী ().... আয়েশা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, রাসূল যোহরের পূর্বে চার রাকআত (সুন্নাত) আদায় না করতে পারলে  যোহরের পর তা আদায় করতেন।

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ابْنِ الْمُبَارَكِ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رَوَاهُ قَيْسُ بْنُ الرَّبِيعِ عَنْ شُعْبَةَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ نَحْوَ هَذَا وَلَا نَعْلَمُ أَحَدًا رَوَاهُ عَنْ شُعْبَةَ غَيْرَ قَيْسِ بْنِ الرَّبِيعِ وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوُ هَذَا

   ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : এই হাদীসটি হাসান-গারীব। এই সূত্রেই আমরা ইবন মুবারক ()-এর রিওয়ায়াত সম্পর্কে জানতে পারি।
  কায়স ইবনুর রাবী () শু’বা ...... খালিদ আল-হাজযা সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। শু’বা () থেকে খালিদ আল-হাজযা ছাড়া আর কেউ এটি রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নাই।
আবদুর রহমান ইবন আবী লায়লা () সূত্রেও রাসূল থেকে অনুরূপ বর্ণিত আছে।

Jami at-Tirmidhi :: Something Else About That
Part 2 :: Hadith 426
Aishah narrated:

"When the Prophet (S) would not perform the four Rak'ah before Az-Zuhr he would pray them after it." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...