Thursday 14 August 2014

মুহররমের রোযা হ’ল সবচেয়ে আফযাল



সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৪৩৮
কুতায়বা রাদিয়াল্লাহু আনহ .......... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, রাসূল ইরশাদ করেন : রমযান মাসের পর আল্লাহর মাস মুহররমের রোযা হ’ল সবচেয়ে আফযাল আর ফরযের পর সবচেয়ে ফযীলতের হ’ল রাতের সালাত।

قَالَ وَفِي الْبَاب عَنْ جَابِرٍ وَبِلَالٍ وَأَبِي أُمَامَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ قَالَ أَبُو عِيسَى وَأَبُو بِشْرٍ اسْمُهُ جَعْفَرُ بْنُ أَبِي وَحْشِيَّةَ وَاسْمُ أَبِي وَحْشِيَّةَ إِيَاسٌ
  এই বিষয়ে জাবির, বিলাল আবূ উমামা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
  রাবী আবূ বিশর-এর নাম হ’ল জা’ফর ইবন ইয়াস। ইনিই হলেন জা’ফর ইবন ওয়াহ্শিয়্যা।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Virtue Of Salat During The Night
Part 2 :: Hadith 438
Abu Hurairah narrated that:

Allah's Messenger (S) said: "The most virtuous fasting after the month of Ramadan is that of Allah's month of Al-Muharram. And the most virtuous Salat after the obligatory is the night prayer." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...