Thursday 14 August 2014

যে ব্যক্তি আমার উপর অধিক সালাত পাঠ করে



সহিহ আত্ তিরমিজি :: বিতরের স্বলাত বা কিতাবুল বিতর অধ্যায়
অধ্যায় ৩ :: হাদিস ৪৮৪
মুহাম্মাদ ইবন বাশ্শার () ........ আবদুল্লাহ্ ইবন মাসউদ () থেকে বর্ণিত যে, রাসূল ইরশাদ করেন : যে ব্যক্তি আমার উপর অধিক সালাত পাঠ করে, কিয়ামতের দিন সে- আমার অধিকতর নিকটবর্তী থাকবে।

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَرُوِي عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا وَكَتَبَ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন: এই হাদীসটি হাসান-গারীব।
  রাসূল থেকে বর্ণিত আছে যে, তিনি ইরশাদ করেন : যে ব্যক্তি আমার উপর একবার সালাত (দরূদ) পাঠ করবে,  আল্লাহ তা’আলা তার উপর দশবার রহমত করবেন এবং তার দশটি নেকী লেখা হবে।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Virtues Of Sending Salat Upon The Prophet
Part 3 :: Hadith 484
Abdullah bin Mas'ud narrated that :

Allah's Messenger said: "The person closest to me on the Day of Judgement is the one who sent the most Salat upon me." (Hasan)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...