Monday 11 August 2014

সালাতরত অবস্থায় আমি যখন শিশুর কান্না শুনতে পাই,

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৩৭৬
কুতায়বা () ...... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল ইরশাদ করেন : সালাতরত অবস্থায় আমি যখন শিশুর কান্না শুনতে পাই, তখন এই আশংকায় সালাত সংক্ষেপ্ত করে দেই যে, শিশুর মা যেন এতে পেরেশানীতে না পড়ে।

قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي قَتَادَةَ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
 এই বিষয়ে আবূ কাতাদা, আবূ সাঈদ আবূ হুরায়সা  রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
 ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : আনাস রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Prophet (S) Saying: "I Hear The Crying Of A Small Boy During Salat and Shorten It"
Part 2 :: Hadith 378
Anas bin Malik narrated that:

Allah's Messenger said: "Indeed I hear the crying of a small boy while I am in Salat, so I shorten it in fear that his mother may be tormented." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...