Monday 11 August 2014

হাতের আঙ্গুল একটির ফাঁকে আরেকটি প্রবেশ না করা



সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৩৮৬
কুতায়বা () ....... কা’ব ইবন উজরা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে, রাসূল ইরশাদ করেন : তোমাদের কেউ যখন উত্তমরূপে উযূ করে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায়, তখন যেন সে তার হাতের আঙ্গুল একটির ফাঁকে আরেকটি প্রবেশ না করায়। কারণ সে তো সালাতেই আছে।

قَالَ أَبُو عِيسَى حَدِيثُ كَعْبِ بْنِ عُجْرَةَ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ ابْنِ عَجْلَانَ مِثْلَ حَدِيثِ اللَّيْثِ وَرَوَى شَرِيكٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا الْحَدِيثِ وَحَدِيثُ شَرِيكٍ غَيْرُ مَحْفُوظٍ
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : লায়সের মত ইবন আজলানের সূত্রে একাধিক রাবী কা’ব ইবন উজরা বর্ণিত হাদীসটি রিওয়ায়াত করেছেন। শরীক........ মুহাম্মাদ ইবন আজলান...... আজলান..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তবে শরীক বর্ণিত রিওয়ায়াতটি মাহফূয (সংরক্ষেত) নয়।

Jami at-Tirmidhi ::  What Has Been Related About It Being Disliked to Intertwine The Fingers During Salat
Part 2 :: Hadith 386
Ka'b bun Ujrah narrated that:

Allah's Messenger (S) said: "When one of you performs Wudu and does so well, then he leaves intending to go to the Masjid, then let him not intertwine his fingers, for indeed he is in Salat." (Hasan)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...