Thursday 14 August 2014

রাতের সালাত হ’ল দু’রাকআত করে



সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৪৩৭
কুতায়বা () ....... ইবন উমর রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, রাসূল ইরশাদ করেন: রাতের সালাত হ’ল দু’রাকআত করে। তবে ভোর হয়ে যাওয়ার যদি আশংকা হয় তবে এক রাকআত যোগ করে বিতর পড়ে নিবে। বিতরকে তুমি তোমার শেষ সালাত বানাবে।

قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَاب عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ صَلَاةَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَقَ
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : এই বিষয়ে আম্র ইবন আবাসা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : ইবন উমর রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
 আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। রাতের সালাত হ’ল দু’রাকআত করে। হ’ল সুফইয়ান সাওরী, ইবন মুবারক, শাফিঈ, আহমদ ইসহাক ()এর অভিমত।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Salat Of The Night Is Two By Two
Part 2 :: Hadith 437
Ibn Umar narrated that:
The Prophet (S) said: "Salat in the night is two by two. So when you fear the dawn (is near) then make it odd by one, and make that the last of your Salat odd." (Sahih)


No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...