Tuesday 12 August 2014

সাত বৎসর হলে শিশুদের সালাত শিক্ষা দিবে আর দশ বৎসরের হলে এই বিষয়ে (প্রয়োজনবোধে) প্রহার করবে।




সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৪০৭
আলী ইবন হুজর () ...... সাবরা () থেকে বর্ণিত যে, তিনি বলেন : রাসূল ইরশাদ করেছেন, সাত বৎসর হলে শিশুদের সালাত শিক্ষা দিবে আর দশ বৎসরের হলে এই বিষয়ে (প্রয়োজনবোধে) প্রহার করবে।


قَالَ وَفِي الْبَاب عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ الْجُهَنِيِّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَقُ وَقَالَا مَا تَرَكَ الْغُلَامُ بَعْدَ الْعَشْرِ مِنْ الصَّلَاةِ فَإِنَّهُ يُعِيدُ قَالَ أَبُو عِيسَى وَسَبْرَةُ هُوَ ابْنُ مَعْبَدٍ الْجُهَنِيُّ وَيُقَالُ هُوَ ابْنُ عَوْسَجَةَ
  এই বিষয়ে আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  রাদিয়াল্লাহু আনহ বলেন :সাবরা ইবন মা’বাদ আল-জুহানী () থেকে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
 কতক আলিম এতদনুসারে আমল গ্রহণ করেছেন। ইমাম আহমদ ইসহাক () থেকে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
  কতক আলিম এতদনুসারে আমল গ্রহণ করেছেন। ইমাম আহমদ ইসহাক ()-এর অভিমতও -ই।
 তারা বলেন, দশ বছর হওয়ার পর কোন শিশু সালাত পরিত্যাগ করলে তাকে তা অবশ্যই কাযা করতে হবে।
 ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : এই সাবরা হলেন ইবন মা’বাদ আল-জুহানী এবং তাকে ইবন আওসাজাও বলা হয়।
. ইমাম আবূ হানীফা ()-এর অভিমত হ’ল বিষয়টির উপর গুরুত্ব প্রদানের জন্য এইরূপ কঠোর কথা বলা হয়েছে। বালেগ হওয়ার পূর্বে কোন আমলই ফরয হয় না।

Jami at-Tirmidhi :: What Has Been Related About When A Boy Is Ordered To Perform Salat
Part 2 :: Hadith 407
(Sabrah bin Ma'bad al-Juhni) narrated that:
Allah's Messenger (S) said: "Teach the boy Salat when he is seven years old, and beat him (if he does not pray) when he is ten." (Hasan)


No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...