Friday 15 August 2014

সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হ’ল জুমু’আর দিন



সহিহ আত্ তিরমিজি :: কিতাবুল জুমুআ জু’মুআর স্বলাত অধ্যায়
অধ্যায় ৪ :: হাদিস ৪৮৮
কুতায়বা () ........ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত যে, রাসূল ইরশাদ করেন : সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হ’ল জুমু’আর দিন। এই দিনেই আদম ()-কে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করান হয়। এই দিনেই তাঁকে তা থেকে  বের করা হয়। আর এই জুমু’আর দিনেই কিয়ামত সংঘটিত হবে।

قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي لُبَابَةَ وَسَلْمَانَ وَأَبِي ذَرٍّ وَسَعْدِ بْنِ عُبَادَةَ وَأَوْسِ بْنِ أَوْسٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
  এই বিষয়ে আবূ লুবাবা, সালমান, আবূ যর, সা’দ ইবন উবাদা এবং আওস ইবন আওস রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
  ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীস হাসান-সহীহ।

Jami at-Tirmidhi :: [What Has Been Related] About The Virtue Of The Day Of Jumu'ah
Part 4 :: Hadith 488
Abu Hurairah narrated that:

the Prophet said: "The best day that the sun has risen upon is Friday. On it Adam was created, on it he entered Paradise, and on it, he was expelled from it. And the Hour will not be established except on Friday." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...