Friday 15 August 2014

কেউ যদি উযূ করে এবং খুব ভালভাবে তা করে জুমু’আয় হাযির হয়



সহিহ আত্ তিরমিজি :: কিতাবুল জুমুআ জু’মুআর স্বলাত অধ্যায়
অধ্যায় ৪ :: হাদিস ৪৯৮
হান্নাদ রাদিয়াল্লাহু আনহ .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল ইরশাদ করেন: কেউ যদি উযূ করে এবং খুব ভালভাবে তা করে জুমু’আয় হাযির হয় এবং ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ  দিয়ে খুতবা শোনে, তবে তার পূর্ববর্তী জুমু’আসহ আরো অতিরিক্ত তিন (মোট দশ) দিনের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি তখন কংকর সরাল সে- অনর্থক কাজ করল।

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
 ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন: এই হাদীসটি হাসান-সহীহ।

Jami at-Tirmidhi :: [What Has Been Related] About Wudu On Friday
Part 4 :: Hadith 498
Abu Hurairh narrated that :

Allah's Messenger said: "Whoever performs Wudu, performing his Wudu well, then he comes to the Friday (prayer), and he gets close, listens and is silent, then whatever (sin) was between that and (the last) Friday are forgiven for him, in addition to three days. And whoever touches the pebbles, he has committed Lagha (useless activity)." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...