Thursday 7 August 2014

আপনি কি জানাযার নামায পড়তে জানেন?



আপনি কি জানাযার নামায পড়তে জানেন?
আপনি কি জানাজার নামাযে সুরা ফাতেহা পড়েন?
বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হচ্ছেনা
আপনি কেনো সুরা ফাতেহা পড়েন নাযেখানে রাসুলুল্লাহ(সাঃবলেছেন সুরা ফাতেহা ছাড়া কোনো নামায হয়না(চাই সেটা ফরয/ওয়াজিব?সুন্নত/নফল/জানাযা/ঈদেরনামায হোকনা কেনো) 
আপনি কার কথা শুনে রাসুলুল্লাহ (সাঃএর আদেশঅমান্য করছেন  তাঁর সুন্নতের বিরোধীতা করছেন?
আপনি জীবনে কুরআনের তর্জমা পড়েছেনরাসুলুল্লাহ(সাঃএর সহীহ হাদীস গুলো পড়েছেনআপনি কিজীবনে বুখারী শরীফ খুলে দেখেছন?
আপনি যদি কুরআন হাদীসের তর্জমা না পড়েনতাহলেআপনি কি করে জানবেন কোনটা সঠিক আর কোনটাভুল? 
যাই হোকএবার পোস্টের আলোচনার বিষয়জানাজারনামায সংক্ষেপে বর্ণনা করা হলোঃ
প্রথমে নিয়ত করে “আল্লাহু আকবার” বলে দুই হাতকান বা কাঁধ পর্যন্ত তুলে ইশারা করা ইমামের সাথেনামায পড়া শুরু করবেন মুখে নাওয়াইতু...পড়ে নিয়তকরা বেদাত বরং অন্তরে বা মনে মনে নিয়ত করেনেবেন, “নারী/পুরুষ/শিশুর জন্য জানাযার নামাযপড়ছেন”, মনে মনে এতটুকু ধারণা থাকলেই নিয়ত করাহয়ে যাবে 
আউযুবিল্লাহবিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা পড়বেন(বুখারী) দলীল জানতে বুখারীর হাদীস স্ক্যান করাছবিতে দেখুন সুরা ফাতিহা পড়া ওয়াজিব কিন্তুআমাদের দেশের মানুষ পড়েনাএটা ভুল সুরা ফাতিহানা পড়ে সানা পড়েজানাজার নামাযে সানা পড়তে হবে– এটা ঠিক না বরং সুরা ফাতিহা পড়তে হবে 
সুরা ফাতিহা পড়ে যদি সময় থাকে অন্য আরেকটাসুরা পড়বেন অন্য আরেকটি সুরা পড়া সুন্নতনাপড়লেও নামায হয়ে যাবে যদি সময় না থাকে তাহলেইমামের সাথে পরবর্তী তাকবীর দিবেন 
এর পরে “আল্লাহু আকবার” বলে তাকবীর দিবেন সময় ১ম তাকবীরের মতো দুই হাত কান বা কাঁধ পর্যন্ততুলে ইশারা করা সুন্নত কেউ যদি না করেনতবুও তারনামায হয়ে যাবে
এর পরে দুরুদে ইব্রাহীম পড়বেন (বুখারী  মুসলিমঃকিতাকবুল জানায়েজ) 
এর পরে “আল্লাহু আকবার” বলে তাকবীর দিবেন সময় ১ম তাকবীরের মতো দুই হাত কান বা কাঁধ পর্যন্ততুলে ইশারা করা সুন্নত কেউ যদি না করেনতবুও তারনামায হয়ে যাবে
এর পরে জানাযার দুয়া পড়বেনআল্লাহুম্মাগফিরলীহায়্যিনা ওয়া মাইয়্যিতিনা...এটা বা অন্য আরো দুয়াআছে সহীহ হাদীসেযেকোন একটা বা একাধিকা দুয়াপড়তে পারেন 
এর পরে “আল্লাহু আকবার” বলে তাকবীর দিবেন সময় ১ম তাকবীরের মতো দুই হাত কান বা কাঁধ পর্যন্ততুলে ইশারা করা সুন্নত কেউ যদি না করেনতবুও তারনামায হয়ে যাবে
এর পরে অন্য আরো দুয়া জানা থাকলে পড়বেন,জানা না থাকলে বা ইমাম সালাম ফিরালে ইমামের সাথেনামায শেষ করবেন
১০উল্লেখ্যসহীহ হাদীসে শুধু মাত্র ডানদিকে একবারঅথবাডানে  বামে দুই দিকে সালাম ফিরানোর কথাএসেছে মক্কা  মদীনাতে সহীহ হাদীস মেনে মাঝে মাঝেশুধু ডান দিকে একবার সালাম ফিরিয়ে জানাযার নামাযশেষ করা হয়এটা করাও সুন্নত তাইআমাদের দেশেপ্রচলিত না থাকলেও কখনোও কোথাও এইভাবে নামাযপড়তে দেখলে চমকে যাবেন না 
বিস্তারিত জানতে এই লেকচারটা দেখুন – 

http://www.youtube.com/watch?v=lkWZGcBpENM
আর যে হাদীসগুলো থেকে দলীল নেওয়া হয়েছে, 
বুখারীঃ ১৩২২১৩৩৫মুসলিমঃ ৯৬৩৯৬৪,তিরমিযীঃ ১০২৬আবু দাউদঃ ৩১৯৮ইবনু মাজাহঃ১২২৪১৫১৭নাসায়ীঃ ১৯৮৬১৯৮৭১৯৮৮দারাকুতনীঃ /২৮৫বায়হাকীঃ /৪৪

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...