Tuesday 5 August 2014

ইমাম যখন আমীন বলবে তোমারাও তখন আমীন বলবে



সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৫০
আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলঅ ()......... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা কেরন যে, রাসূল ইরশাদ করেন ইমাম যখন আমীন বলবে তোমারাও তখন আমীন বলবে। কারণ ফেরেসতাগণের আমীন বলার সাথে যার আমীন বলা হবে তাঁর পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।

قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃআবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীছটি সহীহ হাসান।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Virtue Of At-Tamin
Part 2 :: Hadith 250
Abu Hurairah narrated that :
the Prophet said "When the Imam says 'Amin' then (all of you) say 'Amin.' For whoever's 'Amin' concurs with the 'Amin' of the angels, then his past sins will be forgiven." (Sahih)


No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...