Monday 4 August 2014

কেউ যদি লোকদের ইমামত করে



সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৩৬
কুতায়বা রাদিয়াল্লাহু আনহ......... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, নবী ইরশাদ করেছেন তোমাদরে কেউ যদি লোকদের ইমামত করে তবে যে যেন সংক্ষেপে সালাত আদায় করে। কেননা জামাআতের লোকদের মধ্যে শিশু, বয়ঃবৃদ্ধ, দুর্বল অসুস্থ লোকও থাকে। আর যদি একাকী সালাত আদায় করে তবে সে যেভাবে ইচ্ছা তা আদায় করতে পারে।

قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَاب عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ وَأَنَسٍ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَمَالِكِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَبِي وَاقِدٍ وَعُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ وَأَبِي مَسْعُودٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَابْنِ عَبَّاسٍ قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ اخْتَارُوا أَنْ لَا يُطِيلَ الْإِمَامُ الصَّلَاةَ مَخَافَةَ الْمَشَقَّةِ عَلَى الضَّعِيفِ وَالْكَبِيرِ وَالْمَرِيضِ قَالَ أَبُو عِيسَى وَأَبُو الزِّنَادِ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ ذَكْوَانَ وَالْأَعْرَجُ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ الْمَدِينِيُّ وَيُكْنَى أَبَا دَاوُدَ
এই বিষয়ে আদী ইবন হাতিম, আনাস, জাবির ইবন সামুরা, মালিক ইবন আবদিল্লাহ, আবূ ওয়াকিদ, উছমান ইবন আবিল আস, আবূ মাসউদ, জাবির ইবন আবদিল্লাহ ইবন আববাস রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদছি বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদছিটি হাসান সহীহ।
অধিকাংশ আলিম ফকীহ এর অভিমত এই যে, দুর্বল, বৃদ্ধ অসুস্থ ব্যক্তিদের কষ্ট হবে আশংকায় ইমাম সালাত দীর্ঘ করবেন না।
রাবী আবূ যিনাদের নাম হল আবদুল্লাহ ইবন যাকওয়ান। আরাজের নাম হল আবদুর রহমান ইবন হুরমুয আল মাদীনী, তাঁর উপনাম হল আবূ দাউদ।

Jami at-Tirmidhi :: What Has Been Related About: "When One Of You Leads The People In Prayer, Then Let Him Be Brief."
Part 2 :: Hadith 236
Abu Hurairah narrated that :

the Prophet said: "When one of you leads the people in prayer then let him be brief, for indeed here are among them the young and the old, the weak and the ill. When one of you prays alone, then let him pray as he wishes." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...