Sunday 3 August 2014

যারা রাতের আধারে মসজিদে বেশি বেশি যাতায়াত করে




সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২২৩
আববাস আল আনবারী ........ বুরায়দা আল আসলামী রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে, রাসূল ইরশাদ করেন যারা রাতের আধারে মসজিদে বেশি বেশি যাতায়াত করে তাদেরকে কিয়ামত দিবসের পরপূর্ণ নূরের খোশ খবরী দিয়ে দাও।

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مَرْفُوعٌ هُوَ صَحِيحٌ مُسْنَدٌ وَمَوْقُوفٌ إِلَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يُسْنَدْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ এই হাদীছটি গরীব। তবে হাদীছের মওকূফ হিসাবে বর্ণিত সনদটি সহীহ।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Virtue Of Isha And Fajr In Congregation
Part 2 :: Hadith 223
Buraidah Al-Aslami narrated that :
the Prophet said: "Give glad tiding to those who walk to the Masajid in the dark; of a complete light on the Day of Resurrection." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...