Saturday 9 August 2014

মসজিদে কবিতা পাঠ ও ক্রয়-বিক্রয় করা এবং জুমু’আর দিন সালাতের পূর্বে গোল হয়ে বসা নিষিদ্ধ




সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৩২২
কুতায়বা () ..... আমর ইবন শুআয়ব, তাঁর পিতা (মুহাম্মাদ) ........ পিতামহ আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহ সূত্রে বর্ণনা করেন যে, রাসূল মসজিদে কবিতা পাঠ ক্রয়-বিক্রয় করা এবং জুমু’আর দিন সালাতের পূর্বে গোল হয়ে বসা নিষিদ্ধ করেছেন।

قَالَ وَفِي الْبَاب عَنْ بُرَيْدَةَ وَجَابِرٍ وَأَنَسٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ حَدِيثٌ حَسَنٌ وَعَمْرُو بْنُ شُعَيْبٍ هُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ رَأَيْتُ أَحْمَدَ وَإِسْحَقَ وَذَكَرَ غَيْرَهُمَا يَحْتَجُّونَ بِحَدِيثِ عَمْرِو بْنِ شُعَيْبٍ قَالَ مُحَمَّدٌ وَقَدْ سَمِعَ شُعَيْبُ بْنُ مُحَمَّدٍ مِنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ أَبُو عِيسَى وَمَنْ تَكَلَّمَ فِي حَدِيثِ عَمْرِو بْنِ شُعَيْبٍ إِنَّمَا ضَعَّفَهُ لِأَنَّهُ يُحَدِّثُ عَنْ صَحِيفَةِ جَدِّهِ كَأَنَّهُمْ رَأَوْا أَنَّهُ لَمْ يَسْمَعْ هَذِهِ الْأَحَادِيثَ مِنْ جَدِّهِ قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ وَذُكِرَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ حَدِيثُ عَمْرِو بْنِ شُعَيْبٍ عِنْدَنَا وَاهٍ وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْبَيْعَ وَالشِّرَاءَ فِي الْمَسْجِدِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَقُ وَقَدْ رُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ التَّابِعِينَ رُخْصَةٌ فِي الْبَيْعِ وَالشِّرَاءِ فِي الْمَسْجِدِ وَقَدْ رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ حَدِيثٍ رُخْصَةٌ فِي إِنْشَادِ الشِّعْرِ فِي الْمَسْجِدِ
  এই বিষয়ে বুরায়দা, জাবির আনাস রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহ বর্ণিত এই হাদীসটি হাসান।
আমর ইবন শুআয়ব হলেন আমর ইবন শুআয়ব ইবন মুহাম্মাদ ইবন আবদিল্লাহ ইবন আমর ইবনিল আস।
 মুহাম্মাদ ইবন ইসমাঈল আল-বুখারী () বলেন: ইমাম আহমদ, ইসহাক প্রমুখ বিশেষজ্ঞগণ আমর ইবন শুআয়ব-এর রিওয়ায়াত প্রমাণযোগ্য বলে মত প্রকাশ করেছেন। তিনি আরো বলেছেন: আবদুল্লাহ ইবনে আমর থেকে শুআয়ব ইবন মুহাম্মাদ হাদীস শুনেছেন।
 ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : আমর ইবন শুআয়বের রিওয়ায়াত সম্পর্কে যাঁরা সমালোচনা করেন তাঁরা তাঁকে যঈফ বলে মত দিয়েছেন। কারণ তিনি তাঁর পিতামহের পা-লিপি থেকে রিওয়ায়াত করতেন। অর্থাৎ তাঁরা মনে করেন, এই হাদীসগুলি তিনি তাঁর পিতামহ থেকে শুনেন নি।
  ইয়াহইয়া ইবন সাঈদের উদ্ধৃতি দিয়ে আলী ইবন আবদিল্লাহ বলেন যে, তিনি বলেছেন : আমাদের কাছে আমর ইবন শুআয়ব-এর রিওয়ায়াতসমূহ ভিত্তিহীন।
 আলিম ফকীহগণের একদল মসজিদে ক্রয়-বিক্রয় করা মাকরূহ বলে মত পোষণ করেন। ইমাম আহমদ ইসহাকের অভিমতও -ই।
কতক তাবিঈ আলিম ফকীহ থেকে বর্ণিত আছে,  তাঁরা মসজিদে বিকি-কিনি করার অনুমতি আছে বলে মনে করেন।
রাসূল থেকে অপর একটি হাদীসে বর্ণিত আছে যে, তিনি মসজিদে কবিতা পাঠের  অনুমতি দিয়েছেন।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Dislike For Buying, Selling, Loudly Seeking Out A Lost Item And Reciting Poetry In The Masjid
Part 2 :: Hadith 322
Amr bin Shu'aib narrated from his father, from his grandfather (Abdullah bin Amr Al-As), that :

Allah's Messenger prohibited the recitation of poetry in the Masjid, and from selling and buying in it, and (he prohibited) the people from forming circles in it on Friday before the Salat." (Hasan)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...